এই মাত্র পাওয়া :

শিরোনাম: নানা কর্মসুচীর মধ্য দিয়ে বান্দরবানে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত স্কুলছাত্রীকে ধর্ষণঃ পুলিশের জালে ধর্ষক রাসেল বড়ুয়া বান্দরবানে নীরব দুর্ভিক্ষ চলছেঃ কাজী মো.মজিবর রহমান বান্দরবানে শেষ হলো বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান প্রবারণা পূর্ণিমা বান্দরবানে জেলা তথ্য অফিসের আয়োজনে টাইফয়েড টিকাদান বিষয়ক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত শান্তি,সম্প্রীতি সর্বোপরি ভ্রাতৃত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠুক বান্দরবানঃ লে.কর্নেল হুমায়ুন রশীদ,পিএসসি বান্দরবানের কালাঘাটায় ভ্রাম্যমান আদালতের অভিযানঃ পাহাড় কাটার দায়ে জরিমানা বান্দরবানে নানা আয়োজনে বিশ্ব বসতি দিবস-২৫ উদযাপিত

বান্দরবানে মহিলা দলের কর্মী সভা অনুষ্ঠিত


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :২৮ নভেম্বর, ২০২১ ১০:০০ : পূর্বাহ্ণ 519 Views

বান্দরবান জেলা মহিলাদলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৭ নভেম্বর) দুপুরে বান্দরবান জেলা শহরের গ্র্যান্ড ভ্যালি হোটেলের কনফারেন্স রুমে কর্মী সভাটি অনুষ্ঠিত হয়।বান্দরবান জেলা মহিলা দলের সদ্য বিদায়ী আহবায়ক কাজী নিরুতাজ বেগম নিলুর সভাপতিত্বে আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এড.সাহানা আক্তার শানু।বান্দরবান জেলা মহিলা দলের সাবেক যুগ্ম আহবায়ক উম্মে কুলসুম সুলতানা লীনা সঞ্চালিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ফাতেমা বাদশা,কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) ফয়জুন্নেসা মনি,প্রচার সম্পাদক নাজনীন মাহমুদ,সহ-প্রচার সম্পাদক লুৎফা খাতুন।এছাড়াও উপস্থিত ছিলেন জেলা মহিলা দল নেত্রী এড.উমেসিং,সরাবন তহুরা,তোতো মার্মা প্রমুখ।পবিত্র কোরআন তেলাওয়াত, জাতীয় সঙ্গীত এবং দলীয় সঙ্গীতের মাধ্যমে কর্মী সভার সূচনা করা হয়।কর্মীসভায় প্রধান অতিথি এড.সাহানা আক্তার শানু বলেন,দেশের এমন একটি সময়ে বান্দরবানের মতো একটি পার্বত্য এলাকায় বান্দরবান জেলা মহিলাদল কতৃক আয়োজিত কর্মী সভায় নারী নেতাকর্মীদের আজকের এই স্বতঃস্ফূর্ত উপস্থিতি আমাদের মনের ভেতর আশা জাগিয়েছে।বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলন তরান্বিত করার লক্ষ্য নিয়ে কেন্দ্র ঘোষিত যেকোনও কর্মসূচিতে বান্দরবান জেলা মহিলাদলকে ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে আসার আহবান জানাই।এসময় তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিত এবং নিঃশর্ত মুক্তির দাবি জানান।পরে বান্দরবান জেলা মহিলাদলের সাবেক আহবায়ক কাজী নিরুতাজ বেগম নিলু সভার সমাপ্তি ঘোষণা করেন।এসময় সমাপনী বক্তব্যে কাজী নিরুতাজ বেগম নিলু কর্মী সভা সফলভাবে সম্পন্ন করতে পারায় বান্দরবান জেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ মিসেস মা ম্যা চিং ও বান্দরবান জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র জাবেদ রেজাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে মহিলাদল নেতাকর্মীদের দোয়া করার আহবান জানান।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
October 2025
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!