শিরোনাম: চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ ত্বরান্বিত করতে প্রধান উপদেষ্টার নির্দেশ আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষে মোবাইল কোর্ট বান্দরবানে আলেম সমাজের সংবাদ সম্মেলন বর্ণাঢ্য আয়োজনে বান্দরবানে উদযাপিত হলো জাতীয় আইনগত সহায়তা দিবস জেলা প্রশাসক মেধাবৃত্তি,বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সেনা জোনের উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও জনসচেতনতামূলক কর্মসূচি বান্দরবানে জামায়াতে ইসলামীর বিশাল কর্মী ও সুধী সমাবেশে দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর মানবিক সহায়তাঃ সুস্থ হয়ে ফিরছে ১১ বছরের জিংক থান ময় বম

আবাসিক হোটেল-মোটেল-গেস্ট হাউস মালিক সমিতির নতুন কমিটি গঠন


নিজস্ব প্রতিনিধি প্রকাশের সময় :১৩ নভেম্বর, ২০২১ ১:৫২ : পূর্বাহ্ণ 485 Views

বান্দরবান জেলা শহরে অবস্থিত আবাসিক হোটেল, মোটেল,গেস্ট হাউস মালিকদের সংগঠন আবাসিক হোটেল মোটেল গেস্ট হাউস মালিক সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে।সংগঠনটির সূত্রে জানা যায়,গত বুধবার (১০ নভেম্বর) জেলা শহরের হোটেল হিলটন এর কনফারেন্স হলে বান্দরবানের হোটেল,মোটেল,গেস্ট হাউজ মালিক সমিতির সভায় সকল মালিকদের সর্ব সন্মতিক্রমে নতুন এই কমিটি গঠন করা হয়।কমিটিতে অমল কান্তি দাশ’কে সভাপতি,সিরাজুল ইসলামকে সাধারণ সম্পাদক,জসিম উদ্দিনকে সাংগঠনিক সম্পাদক ও রাজিব বড়ুয়াকে অর্থ সম্পাদক হিসাবে নির্বাচিত করা হয়।পরবর্তীতে এই সমিতির পূর্নাঙ্গ কমিঠি গঠন করা হবে।এবিষয়ে সংগঠনের নবনির্বাচিত সভাপতি অমল কান্তি দাশ বলেন,বান্দরবান জেলা শহর একটি পর্যটন শহর হিসেবে দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বের মানচিত্রে জায়গা করে নিয়েছে।সারাবছরই বিপুলসংখ্যক পর্যটকের আগমন ঘটলেও করোনা মহামারিতে পর্যটক আগমন হ্রাস পেয়েছে।তারপরও একটি পর্যটন শহরকে পর্যটন বান্ধব আবাসিক ব্যাবস্থা তৈরি করতে আমরা যারা হোটেল ব্যাবসার সাথে সম্পৃক্ত আমাদেরকে দায়িত্বশীল আচরণ করতে হবে।আবাসিক হোটেল,মোটেল ও গেস্ট হাউজ গুলো একটি সুশৃঙ্খল পরিবেশ তৈরিতে নবগঠিত এই কমিটি গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে এটা আমি গভীরভাবে বিশ্বাস করি।পাশাপাশি এসব আবাসিক হোটেল,মোটেল,গেস্ট হাউজ মালিকদের যেকোনও সুবিধা-অসুবিধা গুলো চিহ্নিত করে তাদের পাশে থাকবে নবগঠিত এই কমিটি।এ বিষয়ে নবগঠিত এই কমিটির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন বলেন,সদ্য গঠিত কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করায় হোটেল,মোটেল,মালিক সমিতির প্রতিটি সদস্য কে আমি সমিতির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি।সবার সহযোগিতা নিয়ে বান্দরবানের পর্যটন শিল্পে উক্ত সমিতি সহায়ক ভূমিকা পালন করবে।আমি সমিতির সকলকে পর্যটন বান্ধব বাস্তবমুখী একটি আবাসিক ব্যাবস্থা তৈরির আহবান জানাই এবং সকলকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে সমিতির কার্যক্রম পরিচালনা করার স্বার্থে সকলের সহযোগিতা কামনা করছি।সংগঠনটির নবনির্বাচিত অর্থ সম্পাদক রাজিব বড়ুয়া বলেন,নতুন কমিটি বান্দরবানের হোটেল মোটেল ও গেস্ট হাউজগুলোকে আধুনিকায়নসহ আরো বেশি বেশি কিভাবে পর্যটকবান্ধব করা যায় এবং কিভাবে পর্যটকদের জন্য বিশ্বমানের সেবা প্রদান করা যায় সেই লক্ষ্য নিয়ে হোটেল,মোটেল ও রেস্ট হাউজ মালিক সমিতি নিরলসভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।প্রসঙ্গত,বান্দরবান জেলা শহরে সংগঠনটির আওতাভুক্ত মোট ৫৫টি আবাসিক হোটেল,মোটেল ও গেস্ট হাউস রয়েছে।মূলত এইসব আবাসিক প্রতিষ্ঠান গুলোকে সুশৃঙ্খল প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা পরিচালনার স্বার্থেই উক্ত সংগঠনের আত্বপ্রকাশ ঘটেছে!া।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
May 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!