এই মাত্র পাওয়া :

নাইক্ষ্যংছড়ি সদর ইউপি চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহণ করলেন তসলিম ইকবাল চৌধুরী


প্রকাশের সময় :২৩ জুন, ২০১৭ ১:৫৫ : পূর্বাহ্ণ 761 Views

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-চেয়ারম্যান হিসেবে শপথ পাঠ করে দায়িত্ব গ্রহণ করলেন নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের নবনির্বাচিত আলোচিত চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী।গতকাল ২২ জুন বৃহস্পতিবার দুপুর বারোটায় বান্দরবান জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই শপথানুষ্ঠান সম্পন্ন হয়।শপথ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।শপথ গ্রহণ অনুষ্ঠানের সভাপতি বান্দরবানের জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক শপথ বাক্য পাঠ করান।শপথ আনুষ্ঠানে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়,পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুল আবছার,পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃহারুন-অর রশিদ,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী,সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার,পার্বত্য জেলা পরিষদের সদস্য ক্য সা প্রু,সদস্য লক্ষীপদ দাশ,সদস্য মোস্তফা জামাল,সদস্য ম্রাসা খেয়াং,পৌর আওয়ামীলীগের সভাপতি অমল কান্তি দাশ,সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জামাল উদ্দিন চৌধুরী,সহ উর্ধ্বতন কর্মকর্তারা।এছাড়াও নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামীলীগ এর নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিরা এসময় উপস্থিত ছিলেন।শপথ বাক্য পাঠ শেষে নবনিযুক্ত চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী পার্বত্য চট্রগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি’র পা ছুঁয়ে সালাম করে দোয়া নেন এবং প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক ও পুলিশ সুপার তসলিম ইকবাল চৌধুরী কে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন।এসময় তসলিম ইকবাল চৌধুরী বলেন,পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি আমার অভিবাবক।আমার শপথ গ্রহণ অনুষ্ঠানে আমার অভিবাবক হিসেবে তিনি উপস্থিত হয়ে আমার মধ্যে যে সাহস এবং কর্মস্পৃহা যুগিয়েছেন তা আমার জীবনের জন্য স্বরনীয় হয়ে থাকবে আজীবন।আমি এলাকার সাধারণ জনগণ এবং প্রশাসনের সমন্বিত সহযোগিতা নিয়ে নিজ নির্বাচনী এলাকার উন্নয়নে নিজেকে আত্মনিয়োগ করতে চাই।পাশাপাশি গনমাধ্যম সংশ্লিষ্ট সকল সাংবাদিক ভাইদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা আমাকে সবসময় গুরুত্ব সহকারে তাদের লেখনি দিয়ে সমর্থন জানিয়ে আসছে।এসময় তিনি নাইক্ষ্যংছড়িবাসীর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
প্রসঙ্গত,গত ২৩মে নাইক্ষ্যংছড়ি সদর ইউ.পি উপ-নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী তসলিম ইকবাল চৌধুরী নৌকা প্রতীকে ৪হাজার ৪৯২ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হন।তাঁর সাথে প্রতিদ্বন্দ্বীতাকারী বিএনপি প্রার্থী ধানের শীষ প্রতীক নিয়ে নুরুল আলম কোম্পানী পান ৩হাজার ৩৫ ভোট।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
November 2025
MTWTFSS
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
আলোচিত খবর