গণটিকাদান কর্মসূচির উদ্বোধন করলেন পার্বত্য মন্ত্রী


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :৭ আগস্ট, ২০২১ ১১:২০ : অপরাহ্ণ 326 Views

সারাদেশের ন্যায় বান্দরবানেও পৌরসভা এবং ইউনিয়ন ভিত্তিক কোভিড ১৯ এর গণটিকাদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।শনিবার (৭ আগস্ট) বান্দরবান পৌরসভার আয়োজনে ও স্বাস্থ্য অধিদপ্তরের সহযোগিতায় পৌরসভার ১নং ওয়ার্ড বালাঘাটা বিলকিছ বেগম উচ্চ বিদ্যালয়ে পৌর মোহাম্মদ ইসলাম বেবীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই করোনার টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।এসময় পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেন,করোনাভাইরাস থেকে নিজেকে সুরক্ষার জন্য টিকা একান্তই প্রয়োজন।তাই কোনো ধরনের গুজবে কান না দিয়ে জীবন রক্ষায় সবাইকে টিকা দেয়ার জন্য তিনি আহবান জানান।এসময় টিকাদান কার্যক্রম উদ্বোধনে আরো উপস্থিত ছিলেন বান্দরবান অতিরিক্ত জেলা প্রশাসক লুৎফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ নাজিম উদ্দিন, সিভিল সার্জন অংসুইপ্রু মার্মা,পার্বত্য জেলা পরিষদ সদস্য ক্যাসাপ্রু মার্মা,লক্ষীপদ দাস,পৌর সচিব তৌহিদুল ইসলামসহ প্রমুখ।বান্দরবান সিভিল সার্জন অংসুইপ্রু মার্মা জানান,বান্দরবান পৌরসভার ৯টি ওয়ার্ডে এবং ৩৩টি ইউনিয়নে যারা করোনা ভ্যাকসিন গ্রহণের জন্য রেজিস্ট্রশন করেছে তাদের বিনামুল্যে এই টিকা প্রদান করা হবে এবং একদিনে বান্দরবানে প্রায় ২১হাজার জনসাধারণকে এই টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।তিনি আরো জানান,বান্দরবানে ২য় পর্যায়ে সিনাফার্মার ভ্যাকসিন প্রয়োগ শুরু হয়েছে এবং এই পর্যন্ত ১৫ হাজার ৭২০জন ১ম ডোজ ও ১১০ জন ২য় ডোজ গ্রহন করেছে।এদিকে গত শুক্রবার বান্দরবান সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনা আক্রান্ত এক নারীর মৃত্যু হয়েছে।এনিয়ে করোনায় বান্দরবানে ৯ জনের মৃত্যু হলো।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
December 2025
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
আলোচিত খবর