জেলা উপজেলা হাসপাতালে সিনোফার্মের টিকা


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :১২ জুলাই, ২০২১ ৪:৪৩ : অপরাহ্ণ 267 Views

গণটিকাকরণ কর্মসূচীর দ্বিতীয় ধাপে সারাদেশের জেলা ও উপজেলা হাসপাতালগুলোতে আজ সোমবার থেকে চীনের সিনোফার্মের টিকা প্রদান শুরু হচ্ছে। আগামীকাল মঙ্গলবার থেকে সিটি কর্পোরেশনের হাসপাতালগুলোতে মডার্নার টিকা প্রদান শুরু হবে।

রবিবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত করোনা বুলেটিনে অধিদফতরের টিকা কর্মসূচীর পরিচালক অধ্যাপক ডাঃ শামসুল হক এ তথ্য জানান। তিনি বলেন, রবিবারে সারাদেশের টিকা কেন্দ্রগুলোতে সিনোফার্মের টিকা পৌঁছে দেয়া হয়েছে। আর শনিবার রাতে সিটি কর্পোরেশনের ভেতরের টিকা কেন্দ্রগুলোতে মডার্নার টিকা পৌঁছে দেয়া হয়েছে। আজ সোমবার থেকে সারাদেশে সিনোফার্ম এবং মঙ্গলবার থেকে মডার্নার টিকা দেয়া শুরু হবে।

শামসুল হক বলেন, মঙ্গলবার থেকে মডার্নার টিকার মাধ্যমে সব সিটি কর্পোরেশন এলাকায় টিকা কার্যক্রম চলবে। পাশাপাশি সিনোফার্মের টিকা সারাদেশের সব জেলা এবং উপজেলায় আজ সোমবার থেকে সাধারণ মানুষ নিতে পারবেন। হাসপাতাল সংশ্লিষ্টদের টিকা দিতে আগেই সিনোফার্মের টিকা পাঠানো হয়েছিল। গণটিকা প্রদান শুরু হওয়ার পর এখন থেকে টিকার সরবরাহ বাড়ানো হয়েছে।

ফাইজারের এক লাখ ৬০০ ডোজ টিকা দিয়ে চারটি মেডিক্যাল কলেজ এবং তিনটি বিশেষায়িত হাসপাতালসহ ঢাকার মোট সাতটি কেন্দ্রে কার্যক্রম শুরু করা হয়েছে। এই সাতটি হাসপাতালে এখন ফাইজারের টিকার কার্যক্রম অব্যাহত থাকবে। এটি শেষ হলেই ওই সব কেন্দ্রে মডার্নার টিকা কার্যক্রম চালু হবে। তবে ঢাকার সাতটি হাসপাতাল বাদে বাকি ৪০টি কেন্দ্রে সিনোফার্মের টিকা কার্যক্রম সোমবার পর্যন্ত চলবে। আগামীকাল মঙ্গলবার থেকে কেন্দ্রগুলোতে মডার্নার টিকা দেয়া হবে।

প্রবাসীদের টিকা কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, প্রবাসীদের শুধু ঢাকার সাতটি কেন্দ্রে টিকা দেয়া হচ্ছে। তবে এখন থেকে সারাদেশের যেকোন মেডিক্যাল কলেজ থেকেই তারা টিকা নিতে পারবেন। শামসুল হক আরও বলেন, আমাদের অনেক শিক্ষার্থী দেশের বাইরে পড়াশোনা করেন। তাদের টিকা এখনই প্রয়োজন। আমরা বিষয়টি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছি। খুবই অল্পসময়ের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারব।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
May 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!