শিরোনাম: বান্দরবান সদর উপজেলা নির্বাচনঃ আলোচনায় চেয়ারম্যান প্রার্থীর ৭ কর্মপরিকল্পনা লামা উপজেলায় কালবৈশাখী ঝড়ে বিধ্বস্ত শতশত বসতবাড়ি জেলা প্রশাসকের হুঁশিয়ারিঃ উপজেলা নির্বাচনে কোনো অনিয়ম বরদাস্ত করা হবেনা উপজেলা পরিষদ নির্বাচনঃ প্রিজাইডিং,সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের দিনব্যাপী প্রশিক্ষণ সর্বজনীন পেনশন স্কিম সুষ্ঠ ও সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে জেলা বাস্তবায়ন কমিটির প্রস্তুতি সভা কুকি-চিনের দুই সশস্ত্র সদস্য গুলিবিদ্ধ হয়ে নিহত বান্দরবানে রহমতের বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায় করলেন ধর্মপ্রান মুসল্লিরা জেলা প্রশাসনের উদ্যোগে এবার সর্বজনীন পেনশন স্কিম কার্যক্রম বাড়াতে চালু হলো হেল্প ডেস্ক

তিন লাখ ছাড়াল দ্বিতীয় ডোজের টিকাগ্রহীতা


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :১২ এপ্রিল, ২০২১ ৬:৩৬ : অপরাহ্ণ 223 Views

করোনাভাইরাসের দ্বিতীয় ডোজের টিকাগ্রহীতা তিন লাখ ছাড়িয়েছে। গত ৮ এপ্রিল থেকে দ্বিতীয় ডোজের টিকাদান শুরুর পর এখন পর্যন্ত টিকা নিয়েছেন ৩ লাখ ৮৩ হাজার ৭১৭ জন। গতকাল রবিবার এক দিনে দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ১ লাখ ৬৫ হাজার ৬৯১ জন। এরমধ্যে ১ লাখ ১৪ হাজার ২৮৩ জন পুরুষ, ৫১ হাজার ৪০৮ জন নারী।এখন পর্যন্ত টিকাগ্রহীতাদের মধ্যে সামান্য পাশর্^প্রতিক্রিয়ার তথ্য জানিয়েছেন ৯৪৮ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে পাঁচজনের। গতকাল রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক এমআইএস ও লাইন ডিরেক্টর এইচআইএস অ্যান্ড ই-হেলথ অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।গত ২৪ ঘণ্টায় ঢাকা মহানগরের ৪৭টি হাসপাতালে দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ২৩ হাজার ৭২ জন। এর মধ্যে ১৫ হাজার ৭৩৫ জন পুরুষ ও ৭ হাজার ৩৩৭ জন নারী। এরমধ্যে সবচেয়ে বেশি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ৫২৯ জন টিকা নিয়েছেন। সবচেয়ে কম টিকা দেওয়া হয় বংশাল নগর মাতৃসদন হাসপাতালে ৭৮ জন।এছাড়া ঢাকা বিভাগে ৪৫ হাজার ৯২৪ জন, ময়মনসিংহ বিভাগে ৮ হাজার ৩০৮ জন, চট্টগ্রাম বিভাগে ৩৮ হাজার ১০০ জন, রাজশাহীতে ১৮ হাজার ৪৬১ জন, রংপুর বিভাগে ১৫ হাজার ৯৯১ জন, খুলনা বিভাগে ১৮ হাজার ২১৬ জন, বরিশাল বিভাগে ৬ হাজার ২২০ জন এবং সিলেট বিভাগে ১৪ হাজার ৪৭১ জন টিকা নেন।

প্রথম ডোজের টিকা নিল আরও ২৩ হাজার জন : গত কয়েক দিনের তুলনায় প্রথম ডোজের টিকাগ্রহীতা গতকাল কিছুটা বেড়েছে।গতকাল টিকা নেওয়া ২৩ হাজার ৬৫৭ জনের মধ্যে ১৪ হাজার ২৪৫ জন পুরুষ ও ৯ হাজার ৪১২ জন নারী। এ নিয়ে এখন পর্যন্ত প্রথম ডোজের টিকা নিয়েছেন ৫৬ লাখ ২৭ হাজার ১০৭ জন।

কনভেনশন সেন্টারে টিকা নিলেন বিশিষ্ট জনেরা : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কনভেনশন সেন্টারে গতকাল ১ হাজার ৭৩১ জন টিকা নিয়েছেন। এর মধ্যে দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ১ হাজার ৫২৯ জন এবং প্রথম ডোজের টিকা নিয়েছেন ২০২ জন। এসময় টিকা নিয়েছেন সাবেক সচিব ওয়ালিউল ইসলাম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, বিশিষ্ট অভিনেত্রী ফেরদৌসী মজুমদার, বিচারপতি মুজিবুর রহমান, আওয়ামী লীগের উপদেষ্টাম-লীর সদস্য রশীদুল আলম, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় কমিটির সদস্য সচিব কামাল আবু নাসের চৌধুরী, সাবেক সচিব মফিজুল হক, ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম প্রমুখ।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
May 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!