এই মাত্র পাওয়া :

জনগণের জন্য জীবন উৎসর্গ করেছেন: চীনের প্রেসিডেন্ট


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :২৫ মার্চ, ২০২১ ১০:৪২ : অপরাহ্ণ 629 Views

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, ৫০ বছর আগে শেখ মুজিবুর রহমানই বাংলাদেশ প্রতিষ্ঠা করেন। তিনি তার দেশ ও জনগণের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন। বাংলাদেশের জনগণ তাকে গভীর ভালোবাসায় এখনও স্মরণ করে। চীনের জনগণের পুরোনো এবং ভালো বন্ধু ছিলেন বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ১৭ মার্চ বুধবার জাতীয় প্যারেড গ্রাউন্ডে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর ঐতিহাসিক আয়োজন ‘মুজিব চিরন্তন’-এ দেওয়া ভিডিওবার্তায় তিনি এসব কথা বলেন।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উৎসব উপলক্ষে সবাইকে উষ্ণ শুভেচ্ছা জানিয়ে চীনের প্রেসিডেন্ট বলেন, বঙ্গবন্ধু ১৯৫২ ও ১৯৫৭ সালে চীন সফর করেছিলেন। চেয়ারম্যান মাও সে তুং ও প্রধানমন্ত্রী চৌ এনলাইয়ের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করেছিলেন শেখ মুজিবুর রহমান। বাংলাদেশ-চীন সম্পর্ক সেতুবন্ধ রচনায় যারা অবদান রেখেছেন, তাদের সবসময় স্মরণ করা করা উচিত এবং এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নেওয়ার দায়িত্ব এখন ভবিষ্যৎ প্রজন্মের হাতে তুলে দিতে হবে।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
November 2025
MTWTFSS
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
আলোচিত খবর