করোনার টিকা সম্পর্কিত সব ধরনের কর অব্যাহতি


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :৫ মার্চ, ২০২১ ৭:৪৭ : অপরাহ্ণ 300 Views

করোনাভাইরাসের টিকা আমদানি পরবর্তী সংরক্ষণ, বিপণন, পরিবহন, বিতরণ এবং টিকাদান কর্মসূচির ফি এর ওপর মূল্য সংযোজন কর অব্যাহতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

বুধবার (৩ মার্চ) জাতীয় রাজস্ব বোর্ডের প্রথম সচিব (মূসক) কাজী ফরিদ উদ্দীন সই করা আদেশ সূত্রে এসব তথ্য জানা গেছে।

আদেশে বলা হয়, বর্তমানে করােনা ভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরােধে সরকার নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। বৈশ্বিক এ মহামারি মােকাবিলায় ইতোমধ্যে করােনা প্রতিরােধক বিভিন্ন সামগ্রীর পাশাপাশি কোডিড-১৯ নিরোধক টিকার আমদানি, উৎপাদন ও ব্যবসায়ের ক্ষেত্রে অব্যাহতি দেওয়া হয়েছে। জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষা ও দেশের করােনা মহামারি মােকাবিলায় দুর্যোগকালীন পরিস্থিতিতে জনস্বার্থে এনবিআরের মূল্য সংযােজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ (২০১২ সালের ৪৭ নম্বর আইন) এর ধারা ১২৬ এর উপ-ধারা (৩) এ প্রদত্ত ক্ষমতাবলে কোভিড-১৯ নিরােধক টিকা আমদানি পরবর্তী সংরক্ষণ, বিপণন, পরিবহন, ডিস্ট্রিবিউশন এবং টিকাদান কর্মসূচির ফি এর ওপর প্রযােজ্য ভ্যাট (উৎসে ভ্যাটসহ) হতে শর্ত সাপেক্ষে অব্যাহতি দেওয়া হলো।

শর্তাবলীর মধ্যে রয়েছে- কোভিড-১৯ নিরােধক টিকা শুধুমাত্র বাংলাদেশ সরকারকে সরবরাহের ক্ষেত্রে এ অব্যাহতি সুবিধা প্রযোজ্য হবে এবং কোভিড-১৯ নিরােধক টিকা সরবরাহ বাবদ পাওয়া টাকার যাবতীয় হিসাব বিবরণী অর্থপ্রাপ্তির দশ কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট মূল্য সংযােজন কমিশনারেটকে অবহিত করতে হবে।

অন্যদিকে অগ্রিম আয়কর বা এআইটি প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়ে গত ১৮ ফেব্রুয়ারি ঘোষণা আসে। আয়কর অধ্যাদেশের ১৮৫ ধারা অনুযায়ী সিদ্ধান্ত ১৬ ফেব্রুয়ারি থেকে কার্যকর ধরা হয়েছে।

এর আগে গত ১৮ ফেব্রুয়ারি এনবিআরের অপর এক আদেশে যে কোনো ধরনের ভ্যাকসিন বা টিকা আমদানিতে প্রযোজ্য অগ্রিম আয়কর বা এআইটি প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছিল সরকার।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
May 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!