বারির ১,১৩৬টি ফসল ও উৎপাদন প্রযুক্তি উদ্ভাবন


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :১৫ অক্টোবর, ২০২০ ১১:১২ : অপরাহ্ণ 236 Views

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) প্রতিষ্ঠার পর থেকে ৫৮৫টি উচ্চ ফলনশীল (উফশী) ফসল, ৫৫১টি উৎপাদন প্রযুক্তিসহ মোট এক হাজার ১৩৬টি প্রযুক্তি উদ্ভাবন করেছে। এসব প্রযুক্তি উদ্ভাবনের ফলে দেশে তেলবীজ, ডালশস্য, আলু, গম, সবজি, মসলা ও ফল উৎপাদন ব্যাপকভাবে বেড়েছে। এ ছাড়া প্রতিষ্ঠানটি বর্তমানে ২১১টি প্রযুক্তি নিয়ে গবেষণা কার্যক্রম চালাচ্ছে। গতকাল বারির কেন্দ্রীয় গবেষণা পর্যালোচনা ও কর্মসূচি প্রণয়ন কর্মশালায় এসব তথ্য জানান বক্তারা। কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক জুম অ্যাপসের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন। কৃষিমন্ত্রী বলেন, ‘দানাজাতীয় শস্যে আমরা স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি। এখন আমাদের চ্যালেঞ্জ পুষ্টিসমৃদ্ধ নিরাপদ খাবার নিশ্চিত করা আর এটি করতে হলে কৃষির আধুনিকায়ন করতে হবে।’ বারির মহাপরিচালক ড. মো. নাজিরুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল, কৃষিসচিব মো. নাসিরুজ্জামান, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান মো. সায়েদুল ইসলাম উপস্থিত ছিলেন।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
May 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!