সরকারের নির্দেশনা মানতে হবে


-মুফতি ফয়জুল্লাহ প্রকাশের সময় :১৯ এপ্রিল, ২০২০ ৪:৪২ : অপরাহ্ণ 483 Views

ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ বলেছেন, দেশে মহামারী করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সরকার যে দিকনির্দেশনা দিয়েছে তা মেনে চলতে হবে। এ বিষয়ে শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী যে সিদ্ধান্ত দিয়েছেন আমি এর সঙ্গে একমত। একইভাবে ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দের সিদ্ধান্ত আমাদের মেনে চলতে হবে। এ কঠিন মুহূর্তে মুসলিমদের মসজিদে যাওয়া-না যাওয়ার বিষয়ে গত সোমবার দেওবন্দের পক্ষ থেকে জারি করা এক ফতোয়ায় দেশের মুসলিমদের প্রতি এক নির্দেশনায় বলা হয়, করোনাভাইরাস থেকে দেশ ও জাতিকে বাঁচাতে সরকার যে লকডাউন জারি করেছে সেগুলো মেনে চলে দেশকে এ মহামারী থেকে বাঁচাতে সহযোগিতা করা আমাদের কর্তব্য। এ ক্ষেত্রে নিজেরাও সতর্ক থাকবেন ও অন্যদেরও সতর্ক থাকতে বলবেন।

রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, ‘আমার জন্য পুরো পৃথিবীকেই মসজিদ বানিয়ে দেওয়া হয়েছে। ’ বুখারি। কাজেই প্রতিটি ঘর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ভাষ্যানুসারে প্রয়োজনে মসজিদ হতে পারে। তিনি বলেন, তারাবি নামাজ সুন্নাতে মুয়াক্কাদা। অনিবার্য কারণে অস্বাভাবিক অবস্থার কারণে মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজের মতো তারাবি নামাজের বিষয়েও আলেমওলামাদের সঙ্গে কথা বলে সরকার সিদ্ধান্ত নিতে পারে। তবে অনিবার্য কারণে বরকতময় তারাবি যদি ঘরে পড়তে হয় তবে তা কবুলের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
April 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!