এই মাত্র পাওয়া :

জননেত্রী শেখ হাসিনার ১০ম কারামুক্তি দিবসে বান্দরবান জেলা আওয়ামীলীগ এর আলোচনা সভা অনুষ্ঠিত


প্রকাশের সময় :১২ জুন, ২০১৭ ৪:৪১ : পূর্বাহ্ণ 875 Views

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী,বাংলাদেশ আওয়ামীলীগ এর সভানেত্রী,গণতন্ত্রের মানসকন্যা জননেত্রী শেখ হাসিনার ১০ম কারামুক্তি দিবস উপলক্ষ্যে বান্দরবান জেলা আওয়ামীলীগ এর উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।১১ জুুন রবিবার দুপুর তিনটায় বান্দরবান জেলা আওয়ামীলীগ এর নিজস্ব দলীয় কার্যালয়ে বান্দরবান জেলা আওয়ামীলীগ সভাপতি ক্য শৈ হ্লা’র সভাপতিত্বে আলোচনা সভাটি অনুষ্ঠিত হবার কথা থাকলেও শারীরিক অসুস্থতার কারণে জেলা আওয়ামীলীগ সভাপতির অনুপস্থিতিতে বান্দরবান জেলা আওয়ামীলীগ এর অন্যতম সহসভাপতি এ.কে.এম জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে মুল্যবান বক্তব্য প্রদান করেন বান্দরবান জেলা আওয়ামীলীগ এর সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগের সভাপতি প্রজ্ঞাসার বড়ুয়া পাপন,জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সেলিম রেজা,বান্দরবান পৌর ছাত্রলীগের আহ্বায়ক ছাত্র নেতা মো.ইসমাইল,বান্দরবান পৌর ছাত্রলীগ সদস্য সচিব কাজী আশরাফ হোসেন আশুসহ ওয়ার্ড কৃষকলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।আলোচনা সভায় বক্তারা বলেন,২০০৭ সালের ১১ জুন জাতির জন্য একটি কালো অধ্যায় রচিত হয়েছিলো।সেদিন জননেত্রী শেখ হাসিনার অপোষহীন মনোভাব এবং ২০০৭ সালের তৎকালীন তত্ত্বাবধারক সরকারের সিদ্ধান্তের সাথে আপোষ না করায় বাংলাদেশ আওয়ামীলীগ সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কে মিথ্যা মামলা দিয়ে কারারুদ্ধ করা হয়েছিল।সেসময় জাতীয় সংসদ ভবনের পাশে বিশেষ একটি ভবনে অস্থায়ী কারাগার তৈরী করে গনতন্ত্রের মানসকন্যাকে কারারুদ্ধ করে রাখা হয়েছিলো।দীর্ঘ ১১টি মাস কারাভোগের পর বাংলাদেশ আওয়ামীলীগের লাখো কোটি নেতাকর্মী সহ সমগ্র বাংলাদেশ এর মানুষের জনদাবীর পরিপ্রেক্ষিতে ২০০৮ সালের ১১ জুন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কে মুক্তি দিতে বাধ্য হয়েছিল সেসময়কার সরকার।আজকের এই দিনটি বাংলাদেশ আওয়ামীলীগের দীর্ঘ আন্দোলন সংগ্রাম এর ইতিহাস ঐতিহ্য কে সমৃদ্ধ করেছে।সেদিন শুধু গণতন্ত্রের মানসকন্যা শেখ হাসিনা মুক্ত হননি ৫৫ হাজার বর্গমাইল বিস্তৃত বাংলাদেশ এর গনতন্ত্র মুক্তি পেয়েছিলো।তাই বাংলাদেশ আওয়ামীলীগের নেতাকর্মীরা আজীবন এই দিনটিকে বিশেষ ভাবে স্বরন করবে।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
November 2025
MTWTFSS
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
আলোচিত খবর