বান্দরবানে নানা আয়োজনে জাতির জনকের জন্ম শতবার্ষিকী উদযাপিত


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :১৭ মার্চ, ২০২০ ১১:৩৮ : অপরাহ্ণ 597 Views

স্বাধীনতার স্থপতি বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী, মুজিববর্ষ ও জাতীয় শিশু দিবস উপলক্ষে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।মঙ্গলবার (১৭ মার্চ) সকাল সাড়ে ৮টায় শহরের বঙ্গবন্ধু মুক্তমঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করেন বান্দরবানের জেলা প্রশাসক দাউদুল ইসলাম।পরে জেলা পুলিশের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন পুলিশ সুপার জেরিন আখতার।এ সময় জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র ইসলাম বেবীর নেতৃত্বে বান্দরবান জেলা আওয়ামীলীগ শ্রদ্ধা নিবেদন করেন।আঞ্চলিক পরিষদ সদস্য কাজল কান্তি দাশ,জেলা পরিষদ সদস্য লক্ষীপদ দাশ,উপজেলা চেয়ারম্যান এ.কে.এম.জাহাঙ্গীর আলম,অমল কান্তি দাশ এসময় উপস্থিত ছিলেন।জেলা প্রশাসন ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন,আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠন,পুলিশ,আনসার,বন বিভাগ, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।দিবস উপলক্ষে বান্দরবান জেলা পরিষদ কার্যালয়ে বঙ্গবন্ধু পাঠাগারের উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা।এসময় আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য লক্ষ্মীপদ দাশ,মোজাম্মেল হক বাহাদুর ও ক্যসা প্রু মারমা,তিং তিং ম্যা প্রমূখ।এছাড়া দিবসটি উপলক্ষে আলোচনা সভা,ম্যারাথন দৌড় প্রতিযোগিতা,চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি,পরিস্কার-পরিছন্নতা অভিযানসহ নানা আয়োজন উদযাপন করছে বান্দরবান জেলা প্রশাসন সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান।

এদিকে জাতির জনকের জন্ম শতবার্ষিকী উপলক্ষে পার্বত্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের প্রভাবশালী সদস্য কাজল কান্তি দাশ।এসময় তিনি সকলকে জাতির জনকের আদর্শে উদ্ভাসিত হয়ে সমাজ বিনির্মাণে অবিচল কাজ করার আহবান জানান।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
May 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!