এই মাত্র পাওয়া :

শিরোনাম: বান্দরবানে বিএনকেএস আয়োজিত জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে সংলাপ সভা অনুষ্ঠিত বান্দরবানে ইটভাটার ২ শ্রমিক নিখোঁজঃ উদ্ধারে চলছে পুলিশের অভিযান কেএনএ প্রশিক্ষণ ঘাঁটিতে সেনাবাহিনীর অভিযান ভিক্ষুক পুনর্বাসনে নানা কার্যক্রম পরিচালনা করছে বান্দরবানের সমাজসেবা অধিদপ্তর বান্দরবানে নানা আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত অন্তঃস্বত্ত্বা এক নারীকে গণধর্ষণের অভিযোগে আটক ২ অবশেষে বান্দরবান জেলা শিল্পকলা একাডেমি এর কার্যনির্বাহী কমিটি ও এডহক কমিটি বাতিল বান্দরবানে অসহায় দু:স্থ রোগীদের নিয়মিত বিনামুল্যে চিকিৎসাসহ মানবিক সহায়তা দিচ্ছে সেনাবাহিনী

আলীকদমে তৈন রেঞ্জের অভিযানে কর্তিত গাছ জব্দ


এস.এম.জুয়েল, আলীকদম (বান্দরবান) প্রকাশের সময় :১২ জানুয়ারি, ২০২০ ৮:৩৫ : অপরাহ্ণ 790 Views

লামা বন বিভাগের তৈন রেঞ্জ কর্মকর্তার নির্দেশে পরিচালিত এক অভিযানে আলীকদম-থানচি সড়ক থেকে ৯৫০ ঘনফুট জ্বালানি কাঠ ও বিবিধ প্রজাতির ১১১ ঘনফুট গোলকাঠ জব্দ করেছে বনকর্মীরা। গত শনিবার (১১ জানুয়ারী) বিট কর্মকর্তা খাইরুল আলম ও সহকারী সাইদুর রহমান এ অভিযান পরিচালনা করেন।

বন বিভাগ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আলীকদম-থানচি সড়ক এলাকা থেকে অবৈধভাবে কর্তন করা এসব জ্বালানি কাঠ ও বিবিধ প্রজাতির গোল গাছ জব্দ করা হয়। জব্দকৃত গাছের মূল্য প্রায় ২ লক্ষ টাকা। অভিযানকালের গাছ কর্তনে জড়িত কাউকে আটক করা যায়নি। তবে এ ব্যাপারে সংশ্লিষ্ট বন আইনে অজ্ঞাত আসামী করে ৩টি বন মামলা রুজু করেছে তৈন রেঞ্জ কর্তৃপক্ষ।

তৈন রেঞ্জ কর্মকর্তা খন্দকার শামশুল হুদা জানান, আলীকদম-থানচি সড়ক এলাকা বন বিভাগের নিয়ন্ত্রিত এলাকা নয়। তবে অবৈধভাবে কারো বৃক্ষ নিধন করার সুযোগ নেই। সীমিত জনবল নিয়ে বন বিভাগ আলীকদমে শ্রেণি-অশ্রেণীভূক্ত বনাঞ্চল রক্ষায় তৎপরতা চালাচ্ছে। অবৈধভাবে বৃক্ষ নিধনরোধে বন বিভাগ ধারাবাহিক অভিযান পরিচালনা করছে।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
September 2025
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!