লামা স্বপ্নকানন বিদ্যাপীঠের যাত্রা শুরু


সিএইচটি টাইমস অনলাইন প্রকাশের সময় :১৬ ডিসেম্বর, ২০১৯ ৬:০৮ : পূর্বাহ্ণ 496 Views

তরুণ কয়েকজন উদ্যোক্তার হাত ধরে “আপনার স্বপ্ন, আমাদের দায়িত্ব” শ্লোগানে সুন্দর এক মনােরম পরিবেশে যাত্রা শুরু করল “লামা স্বপ্নকানন বিদ্যাপীঠ” নামের একটি বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের।

উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের ইব্রাহিম লিডার পাড়ার প্রাণকেন্দ্রে বিদ্যালয়টির অবস্থান। গ্রামীণ জনপদে মান সম্মত শিক্ষার আলাে ছড়াতে শুক্রবার সকালে ২০২০ শিক্ষা বর্ষে ৬ষ্ঠ শ্রেণীতে ছাত্র-ছাত্রীদের ভর্তি পরীক্ষার মাধ্যমে বিদ্যাপীঠের শুভ উদ্বোধন ঘোষনা করেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছাচিং প্রু মার্মা।এ উপলক্ষে বিদ্যালয় মিলনায়তনে এ্যাডভােকেট মামুন মিয়ার সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিন্টু কুমার সেন,লামামুখ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর শুক্কুর, পৌরসভার কাউন্সিলর মাে.সাইফুদ্দিন,ইউনিয়ন পরিষদ সদস্য শফিউল আলম,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মােহাম্মদ শাহীন, রুপসীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাে.সুলতান, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাে.ইসহাক,সদস্য প্রসেনজিৎ বড়ুয়া, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আপেল বড়ুয়া অতিথি ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ছাচিং প্রু মার্মা বলেন, শিক্ষা জাতির মেরুদন্ড। আর শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি করতে পারেনা। তাই শুধু লামা উপজেলায় নয়, সারা দেশে শিক্ষা ক্ষেত্রে উদাহরণ সৃষ্টি করতেই স্বপ্নকানন বিদ্যাপীঠের যাত্রা। সে লক্ষে ইউনিয়ন পরিষদ, বিদ্যাপীঠের শিক্ষক, পরিচালনা কমিটির সদস্যরা কাজ করে যাবেন। এজন্য এলাকাবাসী ও অভিভাবকদের সার্বিক সহযােগিতা কামনা করেন তিনি। পরে ইব্রাহিম লিডার পাড়া জামে মসজিদের খতিব ইব্রাহিম খলিল আয়ােজিত দোয়া অনুষ্ঠানে মােনাজাত পরিচালনা করেন।

স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছাচিং প্রু মার্মা, সার্ভেয়ার মাে. ইসহাক মিয়া,এডভােকেট মামুন মিয়া, ছৈয়দ আলম,প্রসেনজিৎ বড়ুয়া,আপেল বড়ুয়া, মাে. সাহেদ, আবুল হােসেন,মােজাম্মেল হােসেনসহ বেশ কয়েকজন বিদ্যাপীঠটির প্রতিষ্ঠার উদ্যোগ নেয়।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আপেল বড়ুয়া ও পরিচালনা কমিটির সদস্য মাে. ইসহাক মিয়া জানান,প্রথম বছরে শুধু মাত্র ৬ষ্ঠ শ্রেনীর ভর্তি ফরম বিতরণ করা হয়েছে।নির্ধারিত তারিখ মতে শুক্রবার সকালে ভর্তি পরীক্ষার পর বিকালেই পরীক্ষার ফলাফল ঘােষনা করা হয়।আগামী ১লা জানুয়ারী বই উৎসবের পাশাপাশি বিদ্যালয়ের শ্রেণী কার্যক্রম শুরু হবে।ধাপে ধাপে দশম শ্রেণী পর্যন্ত ছাত্র ছাত্রী ভর্তি করা হবে বলেও জানান তারা।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
May 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!