এস.এ গেমস’১৯ এ কারাতে ও খো খো ইভেন্টে পদকজয়ীদের বর্ণাঢ্য সংবর্ধনা দিলো বান্দরবান জেলা পরিষদ


সিএইচটি টাইমস রিপোর্ট প্রকাশের সময় :১৫ ডিসেম্বর, ২০১৯ ৮:২১ : অপরাহ্ণ 809 Views

এস.এ গেমস’১৯ এর কারাতে ও খো খো ইভেন্টে পদকজয়ীদের বর্ণাঢ্য সংবর্ধনায় সংবর্ধিত করলো বান্দরবান জেলা পরিষদ।রবিবার বিকাল ৩ টায় শহরের অরুণ সার্কি টাউন হলে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যান ও কারাতে ফেডারেশন এর সাধারণ সম্পাদক ক্য শৈ হ্লা’র সভাপতিত্বে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন জেলা প্রশাসক মোঃ দাউদুল ইসলাম,পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার,জোন কমান্ডার লেঃ কর্নেল আখতার উস সামাদ রাফি,বিএসপি-পিএসসি,কারাতে ফেডারেশনের কোচার তেত সুকো কিতা মুরা,কারাতে ফেডারেশনের সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন সেন্টু।এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন পার্বত্য আঞ্চলিক পরিষদের সদস্য মোঃশফিকুর,আঞ্চলিক পরিষদ সদস্য কাজল কান্তি দাশ,বান্দরবান জেলা পরিষদ সদস্য লক্ষীপদ দাশ,সদর উপজেলা চেয়ারম্যান এ.কে.এম জাহাঙ্গীর,বান্দরবান প্রেসক্লাব সভাপতি মনিরুল ইসলাম মনু,সাধারণ সম্পাদক মিনারুল হক।

অনুষ্ঠানের শুরুতেই বক্তব্য রাখেন কারাতে ফেডারেশনের সহসভাপতি এবং সংবর্ধনা অনুষ্ঠানের বিশেষ অতিথি পৌর মেয়র ইসলাম বেবী।সংবর্ধনায় প্রধান অতিথি বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন,নেপালে অনুষ্ঠিত এস.এ গেমসে পদকজয়ীরা দেশের ক্রীড়াঙ্গন কে আলোকিত করেছে।শুধু ক্রীড়াঙ্গন নয় সমগ্র বাংলাদেশ কে বিশ্বের বুকে অনন্য এক উচ্চতায় উপস্থাপন করেছে।জাতির জনক বঙ্গবন্ধু কন্যা,প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ক্রীড়াঙ্গন এর উন্নয়নে অত্যন্ত আন্তরিক।সংবর্ধনায় ১৩ তম সাউথ এশিয়ান গেমস এর কারাতে, জুডো ও খোখো প্রতিযোগিতার ১৮ জন পদক বিজয়ীদের সম্মাননা দেওয়া। স্বর্ণ পদক বিজয়ীদের এক লক্ষ টাকা, রৌপ্য পদক বিজয়ীদের ৩০ হাজার টাকা ও তাম্র পদক বিজয়ীদের ২০ হাজার টাকা করে সম্মাননা দেয়া হয়।

অনুষ্ঠানে কারাতে ইভেন্টে স্বর্ণ পদক বিজয়ী আল আমিন ইসলাম,মারজান আক্তার প্রিয়া,হুমাইরা আক্তার অন্তরাসহ বিভিন্ন ইভেন্টের ৩৮জন পদক বিজয়ী অংশগ্রহণ করে। সংবর্ধনা অনুষ্ঠানের শেষ পর্যায়ে বাংলাদেশ কারাতে ফেডারেশনের পক্ষ থেকে এক কারাতে প্রদর্শনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।

 

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
May 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!