

ইসলাম প্রচার সমিতি বান্দরবান জেলা শাখার নতুন কমিটি’র অভিষেক অনুষ্ঠান মঙ্গলবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় বান্দরবান ইসলমী পাঠাগারের সভা কক্ষে অনুষ্ঠিত হয়।অভিষেক অনুষ্ঠানে কমিটির নতুন সদস্যদের ফুলের তোরা দিয়ে বরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন ইসলাম প্রচার সমিতি বান্দরবান জেলা শাখার চেয়ারম্যান মোহাম্মদ ইসহাক,ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট মুহাম্মদ আবুল কালাম,ইসলাম প্রচার সমিতি বান্দরবান জেলা শাখার সাধারণ সম্পাদক আবদুল কায়েছ, যুুগ্ন সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মুহাম্মদ আলমগীর, যুুগ্ন সাধারণ সম্পাদক আমিন উল্লাহ, কোষাধ্যক্ষ অধ্যক্ষ মুহাম্মদ রেজাউল করিম, নির্বাহী সদস্য হাজ্বী মাহাবুবুল আলম, নির্বাহী সদস্য এ্যাডভোকেট আবু তালেব, নির্বাহী সদস্য মোজাম্মেল হক (লিটন), নির্বাহী সদস্য খোরশেদুল আলম, নির্বাহী সদস্য নুরুল আলম রাজা প্রমুখ। সভায় ইসলাম প্রচার সমিতি’র বিভিন্ন শিক্ষা ও সামাজিক মূলক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলাপ আলোচনা করা হয়। পরে সভাপতি উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে অভিষেক অনুষ্ঠানের সমাপ্তি করেন।