যমুনায় বঙ্গবন্ধু রেলসেতুর নির্মাণ শুরু হবে মার্চে : রেলমন্ত্রী


সিএইচটি টাইমস অনলাইন প্রকাশের সময় :৭ নভেম্বর, ২০১৯ ৬:০৭ : অপরাহ্ণ 404 Views

মার্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে যমুনায় বঙ্গবন্ধু রেলসেতুর নির্মাণ শুরুর আশাবাদ ব্যক্ত করে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, বঙ্গবন্ধু সেতু দিয়ে ট্রেন চলাচলে তা হুমকির সম্মুখীন। পাশাপাশি সেতুতে একটি লেন থাকায় ট্রেন চলাচলেও রয়েছে নানা দুর্ভোগ। এ ছাড়া সেতুটি ভারত-বাংলাদেশে পণ্য পরিবহনে ভারী ওয়াগন বহনে সক্ষম নয়।

তাই সব দিক বিবেচনা করে সরকার বঙ্গবন্ধু সেতুর উত্তর পাশ দিয়ে আরেকটি রেলসেতু নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। ইতোমধ্যেই রেলসেতু নির্মাণে টেন্ডারসহ যাবতীয় প্রক্রিয়া শেষ হয়েছে। অপেক্ষা শুধু নির্মাণকাজ শুরুর।

আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে এই সেতুর নির্মাণ কাজের উদ্বোধন করবেন, যা চার বছরের মধ্যে শেষ হবে। তিনি মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় ও রেলস্টেশনসহ আশপাশের এলাকা পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন। এ সময় সিরাজগঞ্জের জেলা প্রশাসক ড. ফারুক আহমেদসহ মন্ত্রীর সফরসঙ্গীরা উপস্থিত ছিলেন।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
May 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

error: কি ব্যাপার মামা !!