বান্দরবানে “মোরা”র আঘাতে ক্ষতিগ্রস্থদের জন্য ৫০ মে:টন খাদ্যসশ্য ও ৯০ হাজার টাকা বরাদ্দ


প্রকাশের সময় :২ জুন, ২০১৭ ১:০৭ : পূর্বাহ্ণ 1675 Views

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-বান্দরবানে ঘূর্ণিঝড় “মোরা”র আঘাতে ক্ষতিগ্রস্থদের মাঝে বিতরণের জন্য ৫০ মে:টন খাদ্যসশ্য ও ৯০হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে।জেলা ত্রাণ ও পূর্ণবাসন (ভারপ্রাপ্ত) কর্মকর্তা হোসাইন মুহাম্মদ আল মুজাহিদ স্বাক্ষরিত এক প্রতিবেদনের মাধ্যমে এ তথ্য জানা গেছে।এর মধ্যে বেশি ক্ষতিগ্রস্থ হওয়ায় নাইক্ষ্যংছড়ি,লামা ও আলিকদম-এ তিনটি উপজেলায় ১০ মে:টন করে ৩০ মে:টন খাদ্যশস্য এবং ৩০ হাজার টাকা করে ৯০ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে।এছাড়া বান্দরবান সদর,রুমা,থানচি ও রোয়াংছড়ি-এ চারটি উপজেলায় কম ক্ষতিগ্রস্থ হওয়ায় শুধুমাত্র ৫ মে:টন করে ২০ মে:টন খাদ্যশস্য বরাদ্দ দেয়া হয়েছে।এ বিষয়ে জেলা ত্রাণ ও পূর্ণবাসন (ভারপ্রাপ্ত) কর্মকর্তা হোসাইন মুহাম্মদ আল মুজাহিদ জানান,২রা জুন শুক্রবার নাইক্ষ্যংছড়ি উপজেলায় এবং ৩রা জুন শনিবার লামা ও আলিকদম উপজেলায় বরাদ্দকৃত খাদ্যশস্য ও নগদ অর্থ বিতরণ করা হতে পারে।এছাড়া সদর উপজেলাসহ বাকী ৪টি উপজেলায় পর্যায়ক্রমে বরাদ্দকৃত এ খাদ্যশস্য ক্ষতিগ্রস্থদের মাঝে বিতরণ করা হবে।প্রসঙ্গত গত ৩০ শে মে ঘূর্ণিঝড় “মোরা”র আঘাতে বান্দরবানের লামা, আলিকদম ও নাইক্ষ্যংছড়িতে ব্যাপক ক্ষতি সাধিত হলেও বান্দরবান সদর,রুমা,থানচি ও রোয়াংছড়িতে ক্ষতিগ্রস্থের পরিমান অনেকটা কম।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
May 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!