

স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে রাঙামাটিতে দুইদিনব্যাপী বিশেষ আইনশৃঙ্খলা সভায় ইনভিটেশন পেয়েও উপস্থিত হননি জেএসএস লিডার সন্তু লারমা। অথচ পাহাড়ের সার্বিক আইনশৃঙ্খলা নিয়ে অতীব গুরুত্বপূর্ণ এই সভায় পার্বত্য ও স্বরাষ্ট্র উভয় মন্ত্রণালয় থেকেই তাঁকে নিমন্ত্রণ প্রেরণ করা হয়েছিল বলে জানা যায়।
দুইদিনব্যাপী বিশেষ আইন শৃঙ্খলা সভার দ্বিতীয় দিনে চাকমা রাজা দেবাশীয় রায় আঞ্চলিক পরিষদের চেয়ারম্যানকে এই সভায় নিমন্ত্রণ দেওয়ার দরকার ছিল এমন মন্তব্যের উত্তরে পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর বলেন, “তাঁকে আমার এবং স্বরাষ্ট্র উভয় মন্ত্রণালয় থেকেই দাওয়াত দেওয়া হয়েছে সাথে এটাও বলা হয়েছে যে কোন কারনে যদি তিনি উপস্থিত থাকতে না পারেন তাহলে যেন প্রতিনিধি পাঠান কিন্তু তিনি নিজেও আসেননি প্রতিনিধিও পাঠাননি।”
পার্বত্যমন্ত্রী বিষয়টি দুঃখজনক উল্লেখ করে এই ব্যাপারে হাই কমান্ডকে অবহিত করবেন বলে জানান।