এই মাত্র পাওয়া :

ভোমরা স্থল বন্দর আকর্ষণীয় বন্দরে পরিণত হবে:নৌ পরিবহন প্রতিমন্ত্রী


সিএইচটি টাইমস অনলাইন প্রকাশের সময় :২৬ সেপ্টেম্বর, ২০১৯ ৫:৩৭ : অপরাহ্ণ 623 Views

নৌ পরিবহন ও স্থল বন্দর মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, পদ্মা সেতু চালু হওয়ার আগেই ভোমরা বন্দর সড়ক চার লেনে উন্নীত করা হবে। আর এই সেতু চালু হলে ভোমরা স্থল বন্দর আকর্ষণীয় বন্দরে পরিণত হবে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের উন্নয়ন ও পরিচালনায় গতিশীলতা আনয়নে অনুষ্ঠিত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

সভায় স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান তপন চক্রবর্তীর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল, কাস্টমস কমিশনার মোস্তবা আলী, সাতক্ষীরার পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক গোলাম মহিউদ্দিন খন্দকার, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবু আহমেদ, সাতক্ষীরা চেম্বার অব কমার্সের পরিচালক মনিরুল ইসলাম মিনি, ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আরাফাত হোসেন প্রমুখ।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
November 2025
MTWTFSS
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
আলোচিত খবর