৮০ একর জমিতে হবে সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়


সিএইচটি টাইমস অনলাইন প্রকাশের সময় :১৬ সেপ্টেম্বর, ২০১৯ ৮:৩৪ : অপরাহ্ণ 509 Views

সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের জন্য জমি নির্ধারণ করা হয়েছে। ৮০ একর জমির ওপর এটি নির্মিত হবে। শনিবার দুপুরে ঢাকা থেকে আসা একটি প্রতিনিধি দল সিলেটের দক্ষিণ সুরমার মোল্লারগাঁও ইউনিয়নের লতিফপুর এলাকায় গিয়ে বিশ্ববিদ্যালয়ের জন্য নির্ধারিত এই জমি পরিদর্শন শেষে এই তথ্য জানান।

পরিদর্শনকালে উপাচার্য ডা. মোর্শেদ আহমদ চৌধুরী বলেন, ‘সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় হবে বিশ্বমানের একটি মেডিকেল বিশ্ববিদ্যালয়। যেখানে হবে গবেষণা, থাকবে চিকিৎসা নিয়ে উচ্চ শিক্ষার সুযোগ। এখানে নির্মাণ করা হবে এক হাজার শয্যার উন্নতমানের হাসপাতাল। ফলে সিলেটে চিকিৎসাসেবা ও চিকিৎসা শিক্ষার নতুন দ্বার উন্মোচন হবে।’

এসময় প্রতিনিধি দলে স্থাপত্য অধিদপ্তরের অতিরিক্ত প্রধান স্থপতি মঞ্জুরুর রহমান, সহকারী প্রধান স্থপতি মাসুদ পারভেজ, সিলেট গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ও উপ সহকারী প্রকৌশলী, সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা বিভাগের উপপরিচালক, সহকারী পরিচালক প্রমুখ উপস্থিত ছিলেন।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
May 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

error: কি ব্যাপার মামা !!