দীর্ঘ ৭ বছর পরে লামা উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত


সিএইচটি টাইমস অনলাইন প্রকাশের সময় :২৮ জুলাই, ২০১৯ ১২:৪৫ : পূর্বাহ্ণ 587 Views

দীর্ঘ ৭ বছর পরে লামা উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৭ জুলাই) লামা উপজেলা পরিষদ চত্বরে সম্মেলন উপলক্ষে বিশাল জনসভার আয়োজন করা হয় এবং সন্ধ্যার পর লামা বাজারস্থ জেলা পরিষদ গেস্ট হাউজের ২য় তলায় সম্মেলনের দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হয়।এতে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত দলীয় কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে বাথোয়াইচিংকে সভাপতি ও জহিরুল ইসলামকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষনা দেন জেলা আওয়ামী লীগের সভাপতি ক্য শৈ হ্লা।নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক দলের সিনিয়র নেতাদের নিয়ে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি সম্পন্ন করতে জেলা কমিটির নেতারা দিকনির্দেশনা দিয়েছেন।সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বান্দরবান জেলা আওয়ামীলীগের সভাপতি ও পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা।জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্ভোধন করেন বান্দরবান জেলা আ.লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র মোঃইসলাম বেবী।লামা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাথোয়াইচিং মার্মার সঞ্চালনায় জনসভায় সভাপতিত্ব করেন,লামা উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা শেখ মাহাবুবুর রহমান।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শফিকুর রহমান,জেলা আওয়ামীলীগ এর সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ,যুগ্ম সম্পাদক হ্লাথোয়াইহ্রী মার্মা,সাংগঠনিক সম্পাদক ক্য সা প্রু,মোজাম্মেল হক বাহাদুর,অজিত কান্তি দাশ,লামা উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল,জেলা পরিষদ সদস্য ফাতেমা পারুল,লামা পৌরসভার মেয়র মো.জহিরুল ইসলাম।দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন,সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক লামা উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল ও পরিচালনা করেন সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব ও লামা পৌরসভার মেয়র মো.জহিরুল ইসলাম।প্রধান অতিথির বক্তব্যে বান্দরবান জেলা আওয়ামীলীগের সভাপতি ক্য শৈ হ্লা বলেন,বিগত দিনে যারা দলের সাথে বেইমানি করেছে তাদের তালিকা করা হচ্ছে। তাদের ব্যাপারে জেলা আওয়ামীলীগ কঠোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে।বেইমানদের স্থান আওয়ামীলীগে হবেনা।সবার মাঝে ছাড় দেয়ার মানসিকতা থাকতে হবে।নিজেরা দলাদলী করলে বাহিরের লোক দলে ঢুকে সব লুটেপুটে খাবে।তিনি জেলা আওয়ামীলীগ যে সিদ্ধান্ত দেয় তা মেনে নিতে সবাইকে অনুরোধ করেন।এসময় তিনি বলেন,আওয়ামী লীগের একজন কর্মী হওয়া গর্বের বিষয়,মনে রাখতে হবে ব্যক্তির চেয়ে দল বড়,আর দলের চেয়ে দেশ বড়। আমরা যদি দলকে ভালোবাসি তাহলে কে সভাপতি, কে সাধারণ সম্পাদক তা ভাবার বিষয় নয়।তাই আসুন;নেতিবাচক চিন্তুা ভাবনা বাদ দিয়ে পাহাড়ি বাঙ্গালী মিলে বঙ্গবন্ধুর আদর্শকে গর্বের সাথে বুকে লালন করে দলের জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করি।জেলা আওয়ামীলীগ সভাপতি ক্য শৈ হ্লা এসময় আরও বলেন,বান্দরবানের সাংসদ পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি কারো সাথে কখনো অন্যায় কিংবা বেঈমানী করেনি।বান্দরবানের মানুষের উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করেছেন, বর্তমানেও করছেন,ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন লামা উপজেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইসমাইল বেঙ্গল,যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্বাস উদ্দিন সেলিম,পৌর আ.লীগের সভাপতি মোহাম্মদ রফিক,সাধারণ সম্পাদক তাজুল ইসলাম,লামা সদর ইউনিয়ন আ.লীগের সভাপতি শাহী নেওয়াজ, রুপসীপাড়া ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক শাখাওয়াতুল ইসলাম,গজালিয়া ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক উশৈই মার্মা জয়, আজিজনগর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম কানন,ইয়াংছা সাংগঠনিক ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক শহীদুজ্জামান,ফাঁসিয়াখালী ইউনিয়ন আ.লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন,সরই ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন।এছাড়া সম্মেলনে বান্দরবান জেলা,লামা উপজেলা ও সকল ইউনিয়নের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।আওয়ামীলীগের এ সম্মেলনকে ঘিরে উপজেলার রাজনৈতিক অঙ্গনে নেতাকর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনা দেখা গেছে।উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম মোহাম্মদ ইসমাইলের স্মৃতি চারণ করে বক্তব্য দেন তাঁতী লীগের সভাপতি মো.নাছির উদ্দিন।সভায় উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক বাথোয়াইচিং মার্মা দলের সাংগঠনিক কার্যক্রমের প্রতিবেদন উপস্থাপন করে বক্তব্য রাখেন।একই দিন ফাতেমা পারুলকে উপজেলা মহিলা আ.লীগের সভাপতি ও শ্যামলী বিশ্বাসকে সাধারণ সম্পাদক, ইনুচা মার্মাকে পৌর মহিলা আ.লীগের সভাপতি ও আছমা বেগমকে সাধারণ সম্পাদক ঘোষনা করে মহিলা আওয়ামীলীগ এর কমিটি ঘোষণা করা হয়।আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলার কাছে জমা দিতে নির্দেশ দেন বান্দরবান জেলা মহিলা আ.লীগের সভাপতি জহুরা চৌধুরী।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
May 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!