আলীকদম সদর ইউনিয়নের উপ-নির্বাচনে নাছির উদ্দিন বিজয়ী


সিএইচটি টাইমস অনলাইন প্রকাশের সময় :২৫ জুলাই, ২০১৯ ৮:৪৭ : অপরাহ্ণ 649 Views

বৃহস্পতিবার (২৫ জুলাই) আলীকদম সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী মোঃনাছির উদ্দিন বিজয়ী হয়েছেন। এদিকে,নয়াপাড়া ইউনিয়নের ১নম্বর সংরক্ষিত মহিলা আসনে মঞ্জুরানী চাকমা সূর্যমুখী প্রতীক নিয়ে বিজয়ী হয়েছে।বৃহস্পতিবার সন্ধ্যায় দুই ইউনিয়নের ১২টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার নববিন্দু নারায়ন চাকমা।সদর ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী পেয়েছেন ৩ হাজার ৬০৬ ভোট।তার প্রতিদ্বন্ধি প্রার্থী বিএনপি সমর্থিত আনারস প্রতীকের প্রার্থী মোঃ ইউনুছ মিয়া পেয়েছেন ২ হাজার ১৩৯ ভোট।মোট ভোট কাস্টিং হয়েছে ৫ হাজার ৭৮৭ ভোট।আলীকদম উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে,আলীকদম সদর ইউনিয়নে উপনির্বাচনে চেয়ারম্যান পদে ২ জন ও নয়াপাড়া ইউনিয়নে ১নং সংরক্ষিত আসনে মহিলা সদস্য পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ১০ হাজার ১৭০ জন।এরমধ্যে পুরুষ ভোটার ৪ হাজার ৮৩২ জন ও মহিলা ভোটার ৫ হাজার ৩৩৮ জন।মোট ভোট কেন্দ্র ৯টি ও ভোট কক্ষের সংখ্যা ২৯টি।অপরদিকে ৩নং নয়াপাড়া ইউনিয়নের ১,২,৩ নং সংরক্ষিত মহিলা আসনের উপনির্বাচনে ৩২৩ ভোট পেয়ে সূর্যমুখী প্রতীকে বিজয়ী হয়েছেন মঞ্জুরানী চাকমা।তার নিকটতম প্রতিদ্বন্ধি হলেন কুমুদিনী চাকমা (জিরাপ প্রতীক) পান ২২১ ভোট।

রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার নববিন্দু নারায়ন চাকমা জানান, নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে প্রশাসন সক্রিয় ছিলো। এ কারণে কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
May 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!