এই মাত্র পাওয়া :

আবারও আঃলীগ নেতা হত্যা,জেলা আঃলীগ সাধারন সম্পাদকের তাৎক্ষণিক নিন্দা ও প্রতিবাদ


বান্দরবান অফিস প্রকাশের সময় :২২ জুলাই, ২০১৯ ৪:৫২ : অপরাহ্ণ 1675 Views

বান্দরবানের রোয়াংছড়ি সড়কের শামুকছড়ি এলাকায় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মংমং থোয়াই মারমা (৫০) কে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।আজ সোমবার (২২জুলাই) দুপুর দেড়টার দিকে সদর উপজেলার শামুকছড়িতে এ ঘটনা ঘটে।
তিনি রোয়াংছড়ির তারাছা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও তারাছার মিক্যা জাই মারমার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়,আজ দুপুরে রোয়াংছড়ি থেকে বান্দরবান সদরে আসার পথে সদরের শামুকছড়ি এলাকায় তাকে সন্ত্রাসীরা ৫টি গুলি করে।এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।বান্দরবান সদর হাসপাতালের ডাক্তার চিংম্রাসা বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।এদিকে খবর পেয়ে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী সদর হাসপাতালে তাকে দেখতে যান।তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বান্দরবান জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।এসময় তিনি শোকসন্তপ্ত আওয়ামীলীগ নেতার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে প্রশাসনকে উদ্দেশ্য করে বলেন,অচিরেই সন্ত্রাসীদের এই দৌরাত্ব বন্ধ করতে হবে।এইভাবে একের পর এক আওয়ামীলীগ এর নিবেদিত কর্মীদের হারিয়ে আমরা শোকের সাগরে ভাসছি।শোককে শক্তিতে পরিণত করে আওয়ামীলীগ নেতাকর্মীদের নিয়ে আমরা রাজপথে নামতে বাধ্য হবো।তিনি আরও বলেন,বান্দরবান জেলা আওয়ামীলীগের সিনিয়র নেতৃবৃন্দদের সঙ্গে আলোচনা করে মং মং থোয়াই মারমা হত্যার প্রতিবাদে বান্দরবানে আন্দোলন কর্মসূচী গ্রহণ করা হবে।বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃশহিদুল ইসলাম বলেন,আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাচ্ছি।সেখানে গিয়ে তদন্ত করে বিস্তারিত বলতে পারবো।এদিকে বান্দরবান এর পুলিশ সুপার মোঃজাকির হোসেন মজুমদার জানিয়েছেন,জনসংহতি সমিতির সন্ত্রাসীরা এ ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।সশস্ত্র সন্ত্রাসীদের ধরতে ইতোমধ্যে সেখানে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান শুরু হয়েছে বলে তিনি গণমাধ্যম কে জানিয়েছেন।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
November 2025
MTWTFSS
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
আলোচিত খবর