মালিক ও শ্রমিক সমন্বয় পরিষদের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা আগামীকাল


প্রকাশের সময় :২৫ মে, ২০১৭ ৭:৩৩ : অপরাহ্ণ 510 Views

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-বান্দরবান বাস,ট্রাক,জীপ,কার,মাইক্রো,সিএনজি, মাহিন্দ্রা মালিক ও শ্রমিক সমন্বয় পরিষদের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।আগামীকাল শুক্রবার (২৬ মে) বিকেল চারটায় বান্দরবান বাস টার্মিনাল এর ঢাকাগামী বাস কাউন্টার গুলোর সামনে থাকা উন্মুক্ত জায়গায় আলোচনা সভাটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন বান্দরবান ৩০০নং আসনের সংসদ সদস্য,পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এর মাননীয় প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।বান্দরবান সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বান্দরবান বাস,ট্রাক,জীপ,কার,মাইক্রো,সিএনজি, মাহিন্দ্রা মালিক ও শ্রমিক সমন্বয় পরিষদ সভাপতি আব্দুল কুদ্দুছ চেয়ারম্যান এর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা মারমা,বান্দরবানের জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক,বান্দরবানের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় ও বান্দরবান জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মোঃইসলাম বেবী উপস্থিত থাকবেন বলে মালিক ও শ্রমিক সমন্বয় পরিষদ সুত্রে জানা যায়।আলোচনা সভা সফল করতে মালিক ও শ্রমিক সমন্বয় পরিষদ নেতারা ব্যাপক প্রস্তুতি গ্রহন করেছে বলে জানা যায়।বিশাল প্যান্ডেল,সামিয়ানা ও আলোকসজ্জার কাজ ইতিমধ্যে সুসম্পন্ন করা হয়েছে।প্রধান অতিথি পার্বত্য চট্রগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি কে ফুল দিয়ে বরণ করে নিতে সমন্বয় পরিষদের মালিক ও শ্রমিক নেতারা অধির আগ্রহ নিয়ে অপেক্ষা করছে।এবিষয়ে মালিক ও শ্রমিক সমন্বয় পরিষদ সভাপতি,সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ সিএইচটি টাইমস ডটকমকে জানান,মাননীয় পার্বত্য প্রতিমন্ত্রী বাবু বীর বাহাদুর উশৈসিং এমপি মহোদয় কে বরণ করে নিতে মালিক ও শ্রমিক সমন্বয় পরিষদের নেতাকর্মী ও নেতৃবৃন্দরা রাতদিন পরিশ্রম করে যাচ্ছেন।আমরা আশা করছি স্বরনকালের সর্ববৃহৎ মালিক-শ্রমিক নেতাকর্মী ও নেতৃবৃন্দের উপস্থিতিতে আলোচনা সভাটি জেলা ইতিহাসে স্বরনীয় করে রাখার মতো একটি অনুষ্ঠান আমরা আয়োজন করতে পারবো।এসময় তিনি গনমাধ্যম সংশ্লিষ্ট সংবাদকর্মী ও বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল গুলোর সাংবাদিকদের প্রতি আলোচনা সভার সচিত্র প্রতিবেদন ও সংবাদ সংগ্রহ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।পাশাপাশি তিনি বিভিন্ন পরিবহনের মালিক ও শ্রমিকদের আলোচনা সভায় উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আহবান জানিয়েছেন।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
May 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!