অস্ত্র-কার্তুজসহ ৩ রোহিঙ্গা আটক


বান্দরবান অফিস প্রকাশের সময় :৩১ মে, ২০১৯ ১:৫৪ : পূর্বাহ্ণ 552 Views

নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে অস্ত্র-কার্তুজসহ তিন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি অস্ত্র ও ২৪ রাউন্ড তাজা কার্তুজ পাওয়া যায়।গতকাল বৃহস্পতিবার (৩০ মে) বিকেল সাড়ে ৪টার দিকে কক্সবাজার সীমান্তবর্তী ঘুমধুমের পূর্ব বড়ুয়াপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।আটকরা হলেন-উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবিরের ১৭ নং ক্যাম্পের ৬৪ নং ব্লকের বাসিন্দা জাহিদ হোসেনের ছেলে মো. মীর কাশেম (২৩), কুতুপালংয়ের লম্বাশিয়া ক্যাম্পের মোছা খলিলের ছেলে রশিদ উল্লাহ (২০) ও কুতুপালংয়ের তিন নম্বর ক্যাম্পের বাসিন্দা কোরবান আলীর ছেলে নুর বশর (১৯)।ঘুমধুম পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমন কান্তি চৌধুরী তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, অস্ত্র ও কার্তুজ নিয়ে যাচ্ছে এমন খবরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অস্ত্রগুলো পাচার করছিল বলে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
May 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!