৪নং সুয়ালক ইউনিয়ন পরিষদের ২০১৭-২০১৮/-অর্থ বছরের জন্য উম্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত


প্রকাশের সময় :২৫ মে, ২০১৭ ১২:২৮ : পূর্বাহ্ণ 500 Views

মোহাম্মদ আলী,বান্দরবান জেলা প্রতিনিধি:-বান্দরবান সদর উপজেলার ৪নংসুয়ালক ইউনিয়ন পরিষদ এর ২০১৭-২০১৮ অর্থ বছরের জন্য উম্মুক্ত বাজেট সভা ৪নংসুয়ালক ইউনিয়ন পরিষদ কার্যালয় সভা কক্ষে বুধবার দুপুর ১২টায় অনুষ্ঠিত হয়।৪নং সুয়ালক ইউনিয়ন পরিষদের জনপ্রিয় নির্বাচিত চেয়ারম্যান উক্যানু মার্মা এর সভাপতিত্বে উম্মুক্ত বাজেট সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সদর উপজেলার সহকারী কমিশনার(ভূমি) নুর-এ-জান্নাত রুমি।৪নং সুয়ালক ইউনিয়ন পরিষদের সচিব ক্যমংহ্লা র্মামা এর সঞ্চালনায় সভায় অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন সুয়ালক কমিউনিটি ক্লিনিক এর সহকারী মেডিকেল অফিসার মোঃ রেজাউল করিম,আইডিএফ সুয়ালক ইউনিয়ন সমন্বয়কারী মোঃ তারিকুল ইসলাম (তারেক),তুলাতলী বাজার কমিটি ও তুলাতলী মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোঃ আমিনুল হক,বান্দরবান সদর এলজিইডি সমন্বয়কারী যীশু প্রিয় বড়–য়া,ইউনিয়নের কৃষি সম্প্রসারণ বিভাগের লিটন কুমার দাশ,কারিতাস সেপলিং প্রকল্প ইউনিয়ন প্রতিনিধি সুরমা বড়–য়া,সুয়ালক ১নং ওয়ার্ড সদস্য মোঃ আব্দুস ছবুর মেম্বার,সুয়ালক গয়াল মারা ৮নং ওয়ার্ড সদস্য মোঃ জামাল উদ্দীন মেম্বার,সুয়ালক ভাগ্যকুল ৯নং ওয়ার্ড সদস্য মোঃ আব্দুল মালেক মেম্বার, সুয়ালক আমতলী র্মামা পাড়া ৫নং ওয়ার্ড সদস্য শৈক্য হ্লা র্মামা(সুমন),সুয়ালক ১,২,৩নং ওয়ার্ড সংরক্ষিত সদস্যা রিনা আক্তার,সুয়ালক ৪,৫,৬নং ওয়ার্ড সংরক্ষিত সদস্যা মাসাথূই মারমা,স্বাস্থ্য কর্মী সালমা বেগম,তুলাতলী বাজার পরিচালনা কমিটির সদস্য মোঃআলমগীর,মোঃআহাম্মদ উল্লাহসহ ৪নং সুয়ালক ইউনিয়নের বিভিন্ন এলাকার পাড়া কারবারী,এলাকার প্রবীন মুরব্বী স্থানীয় জনসাধারণ সচেতন নারী ও পুরুষ সকল পেশার মানুষ উম্মুক্ত বাজেট সভায় উপস্থিত ছিলেন।২নং ওয়ার্ড মেম্বার ও নির্বাচিত ১নং প্যানেল চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন শারীরিক ভাবে বেশী অসুস্থ থাকায় ২০১৭-২০১৮ অর্থ বছরের উম্মুক্ত বাজেট সভায় উপস্থিত থাকতে পারে নাই,তার জন্য তিনি আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন।বক্তব্য দিতে গিয়ে প্রধান অতিথি বলেন,আজকের এই বাজেট সভাটি অন্ত্যান্ত গুরুত্বপূর্ণ একটি সভা,এই সভার মাধ্যমে আপনারা জানতে পারবেন,একজন নাগরিকের কি কি দায়িত্ব রয়েছে রয়েছে একটি স্বাধীন দেশে বসবাস করতে হলে,এই বাজেট সভার উপর ভিত্তি করে সরকার আপনাদের ইউনিয়নের উন্নয়নে বরাদ্ধ পাঠাবে।তাই আপনারা নির্ধারিত কর সমূহ নির্ধারিত সময় পরিশোধ করবেন,তাহলে এলাকার উন্নয়ন করা সম্ভব হবে।বর্তমান সরকার ইউনিয়ন পর্যায় সরকারী সেবা সমুহ জনগনের দৌড় গোড়াই পৌছে দিতে বদ্ধ পরিকর,মানুষের মৌলিক চাহিদা অন্ন,বস্ত্র,বাসস্থান,শিক্ষা,চিকিৎসা এই সেবা গুলো প্রতিটি গণতন্ত্র রাষ্ট্রের সরকার কর্তৃক জনগনের অধিকার সমূহ জনগণের কাছে পৌছে দিতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে সরকার,আমরা সরকারের একটি অংশ,আপনারা সেই সরকারের বা রাষ্ট্রের নাগরিক,আপনাদের কোথায় কি সমস্য আছে আপনাদের ওয়ার্ড মেম্বারের নিকট সে গুলো তুলে ধরবেন,মেম্বার সাহেব সে গুলো মাসিক মিটিং এ উত্তাপন করেন,বা সরাসরী চেয়ারম্যান মহোদয়কে জানাবেন,চেয়ারম্যান মহোদয় স্থানীয় সরকার বিভাগকে সেই সমস্যা সমাধানের রিপোর্ট পাঠানোর মাধ্যমে,সরকার-তথা প্রশাসনের সহযোগিতায় সেই কাজ গুলো পর্যায়ক্রমে সমাধান করা হচ্ছে।সভাপতির বক্তব্যে বলেন,আজ আমার ৪নংসুয়ালক ইউনিয়ন পরিষদ বাসীর জন্য এই ২০১৭-২০১৮ অর্থ বছরের জন্য উম্মুক্ত বাজেট সভাটি অত্যান্ত গুরুত্বপূর্ণ একটি সভা,আমাদের বাৎসরিক আয় এর খাত সমূহ ক-নিজস্ব আয়-হচ্ছে-৯,৭০,৯৪৬/ -খ-উন্নয়ন আয়-২,০১,০৯,১৪০/-আমাদের বাৎসরিক খরচ/ব্যায় সমূহের মধ্যে রাজস্ব ব্যয়ঃ ক-৯,৬৪,৯৪৬/- খঃ উন্নয়ন ব্যায় ২,০০,৯০,০০০/-গ.উদ্বৃত্ত ২৫,১৪০/- মোট ব্যয়=২,১০,৮০,০৮৬ টাকা।আপনার এই সভার মাধ্যামে আমাদের ইউনিয় পরিষদের আয়-ব্যায় তুলে ধরেছি,আমরা বসতবাড়ী,ব্যবসা প্রতিষ্ঠান,বিভিন্ন কৃষি পণ্য,গৃহ পালিত পন্য,বিভিন্ন ফসল এর উপর যে কর বা টেক্স ধার্য করেছি,তার উপর ইতিমধ্যে আপনারা বিভিন্ন গুরুত্বপূর্ণ মতামত পেশ করেছেন,তা আমরা বিবেচনায় এনে পরবর্তীতে সংসুধন করা হবে।আপনারা এলাকার কোথায় কি কি সমস্য,জনগণের কি কি প্রয়োজন আছে তা আপনারা ইতিমধ্যে তুলে ধরেছেন,আমরা এলাকার উন্নয়নে বিশ্বাসী,আমরা নির্বাচিত হয়েছি বেশী দিন হয় নাই,আমরা আপনাদের সেবা করার দায়িত্ব পেয়েছি মাত্র ৯মাস অতিবাহিত হয়েছে,এলাকার রাস্তা-ঘাট,মসজিদ-মাদ্রাসা,খিয়াং-মন্দির,স্কুল শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন সর্বপরি জনগণের উন্নয়ন করা আমাদের লক্ষ্য ও উদ্যোশ্য।এই উন্নয়নে আপনারাও অংশিদার,আসুন আমরা সকলে মিলে একটি সুন্দর সমাজ,রাষ্ট্র গড়ে তুলি,উন্নয়নমূলক রাষ্ট্র গড়তে আমরা সরকারকে সহযোগিতা করি।সভায় সরকারী বেসরকারী বিভিন্ন সংস্থার প্রতিনিধিগণ বক্তব্য প্রদান করেন।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
May 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!