বান্দরবান সেনা রিজিয়নের ঐকান্তিক প্রচেষ্টায় অবশেষে পানির মুখ দেখলো নওমুসলিমরা


বিশেষ প্রতিবেদক,সিএইচটি টাইমস.কম প্রকাশের সময় :৯ মে, ২০১৯ ১০:০৩ : অপরাহ্ণ 809 Views

বান্দরবান পৌরসভার ৯নং ওয়ার্ডের ইসলামপুর টাংকি পাহাড়ে বসবাসরত নও মুসলিম পরিবারের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে বান্দরবান সেনা রিজিয়ন কতৃক পানি ব্যাবস্থাপনা সমাগ্রী বিতরণ করা হয়েছে।আজ বৃহস্পতিবার সকাল নয়টায় শাণিত ২৬ জোন হলরুমে পানি ব্যাবস্থাপনা সামগ্রী তুলে দেন ৬৯ পদাতিক বিগ্রেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার মো.শাহিদুল এমরান এএফডব্লিউসি,পিএসসি।এসময় উপস্থিত ছিলেন বান্দরবান সেনা রিজিয়নের জিটুআই মেজর ইফতেখার হোসেন পিএসসি,বান্দরবান শানিত ২৬ জোনের টুআইসি মেজর জাহিদুল ইসলাম।

পানি ব্যাবস্থাপনা সামগ্রী প্রদান উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি ৬৯ পদাতিক বিগ্রেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার মো.শাহিদুল এমরান এএফডব্লিউসি,পিএসসি বলেন,বান্দরবান এর সকল সম্প্রদায়ের সম্প্রীতি ও সহাবস্থানের মাধ্যমে বান্দরবান পার্বত্য জেলার সার্বিক উন্নয়ন তরান্বিত করা সম্ভব।জনসাধারণের কল্যাণমূলক কাজে বান্দরবান সেনা রিজিয়ন সব সময় কাজ করছে এবং ভবিষ্যতেও করবে।

পাহাড়ী বাঙালি জনসাধারণসহ পাহাড়ে বসবাসরত সকল জনগণের আর্থ-সামাজিক উন্নয়নের পাশাপাশি সকল সম্প্রদায়ের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সেনাবাহিনীর এরূপ কর্মকান্ড অব্যাহত থাকবে।উল্লেখ্য,বান্দরবান পৌরসভার ৯নং ওয়ার্ডের ইসলামপুর এলাকায় দুই হাজার ফুট উঁচুতে বসবাসরত টাংকি পাহাড়ে দীর্ঘদিন যাবৎ পানির সংকট ছিলো।বিষয়টি বান্দরবান সেনা রিজিয়ন অবগত হলে আজ ০৯ মে’২০১৯ (বৃহস্পতিবার) উক্ত এলাকার পানি সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে প্রায় দুই লক্ষ টাকা ব্যয়ে পানি ব্যাবস্থাপনা সামগ্রী বিতরণ করা হয়।এতে উক্ত পাহাড়ে বসবাসরত ২৮টি নওমুসলিম পরিবারের পানির কষ্ট লাঘব হলো।উক্ত পানি ব্যাবস্থাপনা সামগ্রী বিতরণ করায় টাংকি পাহাড়ে বসবাসরত নওমুসলিম পরিবারের সদস্যরা খুবই আনন্দিত এবং বান্দরবান সেনা রিজিয়নের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করেন।নওমুসলিমরা ভবিষ্যতেও বিভিন্ন প্রয়োজনে সেনা রিজিয়নের সহয়তা কামনা করেন এবং সহায়তা পাবেন বলে আশাবাদ ব্যাক্ত করেন।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
May 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!