উজি-ভিতর পাড়ায় সার্বজনিন জলোৎসব ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত


সিএইচটি টাইমস নিউজ ডেস্ক প্রকাশের সময় :১৫ এপ্রিল, ২০১৯ ১১:১৫ : অপরাহ্ণ 880 Views

পাহাড়ে শেষ হয়েছে তিন দিনব্যাপী বৈসাবি উৎসব।বান্দরবান সহ তিন পার্বত্য জেলায় উৎসবমুখর পরিবেশে বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বর্ষবরণ উৎসব।এখন পাড়ায় পাড়ায় চলছে মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী জলকেলি উৎসব।আজ সোমবার (১৮ এপ্রিল) দুপুর তিনটায় সার্বজনিন জলোৎসব ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বান্দরবান সদর উপজেলার সদর ইউনিয়ন অন্তর্গত উজি ভিতর পাড়ায়।স্থানীয় মারমা তরুণ-তরুণীদের উদ্যোগে উজি ভিতর পাড়া উৎসব উদযাপন কমিটি এই উৎসবের আয়োজন করে।উঃ গংবু মার্মা’র সভাপতিত্বে আয়োজিত উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কু্দ্দুছ।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সদর উপজেলার ভাইস চেয়ারম্যান জামাল উদ্দিন চৌধুরী,৪নং সুয়ালক ইউনিয়ন পরিষদ এর প্যানেল চেয়ারম্যান জসিম উদ্দিন,বান্দরবান সদর ইউনিয়ন এর ৪.৫.৬নং ওয়ার্ডের ইউপি সদস্য পাইম্রাউ মার্মা প্রমুখ সহ পাড়ার শতশত নারী পুরুষ।উৎসবের উদ্বোধন করতে গিয়ে প্রধান অতিথি বান্দরবান সদর উপজেলা চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ বলেন, সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি।মাহা সাংগ্রাই ২০১৯ এখানে উপস্থিত থাকা সকলের জীবনে মঙ্গল বয়ে আনুক এই প্রার্থনা করি।উজি ভিতর পাড়া বাসীর প্রতি আমি কৃতজ্ঞ কারণ এই পাড়াবাসী আমাকে ব্যালটের মাধ্যমে সমগ্র বান্দরবান জেলাজুড়ে যে সম্মান এর আসনে বসিয়েছেন তা কোনও ভাবে টাকা পয়সা দিয়ে কেনা যাবেনা।এই পাড়ার প্রতিটি সদস্যকে আমি আমার পরিবারের সদস্য মনে করে থাকি।এই পাড়ার প্রতিটি সদস্যের জন্য আমার ঘরের দরজা দিন-রাত ২৪ ঘন্টা খোলা থাকবে।অতীতের ন্যায় যেকোনও সময় যেকোনও বিপদে আপদে আমাকে আপনাদের পরিবারের সদস্য মনে করে স্বরণ করবেন,আমি সাড়া দিবো।এসময় তিনি আরও বলেন,আমি যতদিন বেঁচে থাকি উজি ভিতর পাড়ার এই দরিদ্র মানুষগুলোর জন্য যেকোনও সময়-যেকোনও প্রয়োজনে সাহায্য সহযোগিতা করে যাবো কথা দিচ্ছি।এসময় অনুষ্ঠানের বিশেষ অতিথি সদর উপজেলা ভাইসচেয়ারম্যান জামাল উদ্দিন চৌধুরী বলেন,মাহা সংগ্রাই এর মৈত্রীময় শুভেচ্ছা জানাই আমার প্রানের উজি ভিতর পাড়া বাসী কে।ধন্যবাদ জানাই স্থানীয় তরুণ তরুণীর উদ্যোগে আয়োজিত এমন একটি মহৎ অনুষ্ঠানে আমাকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানোয়।নতুন বছরে আজকের এই দিনে একটি কথাই বলবো,পুরনো সকল ভেদাভেদ ভুলে গিয়ে এমন একটি সমাজ গঠন করতে চাই যে সমাজে কোনও হিংসা বিদ্বেষ থাকবেনা।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
May 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!