অবৈধ ভবন মালিকদের মামলা নিষ্পত্তিতে সহায়তা দেয়া হবে : আইনমন্ত্রী


নিউজ ডেস্ক প্রকাশের সময় :৪ এপ্রিল, ২০১৯ ২:১৭ : অপরাহ্ণ 612 Views

অবৈধ ভবন মালিকদের মামলা দ্রুত নিষ্পত্তি করার জন্য সংশ্লিষ্টদের সব ধরনের সহায়তা দেয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, রাজধানীর অবৈধ ভবন নিয়ে ঝুলে থাকা মামলাগুলো খুব শিগগিরই নিষ্পত্তি হবে। এই লক্ষ্যে যেসব ভবন উচ্ছেদ করা যাচ্ছে না, সে ক্ষেত্রে গণর্পূত মন্ত্রণালয়কে অবশ্যই সহায়তা করা হবে।

বুধবার (৩ এপ্রিল) সচিবালয়ে নিজ দপ্তরে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

‘নিয়ম না মেনে তৈরি করা অনেক ভবন নিয়ে মামলা চলমান থাকায় রাজউকও কোনো ব্যবস্থা নিতে পারছে না’ এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে আনিসুল হক বলেন, ‘আমার সঙ্গে গণপূর্তমন্ত্রী মহোদয়ের কথা হয়েছে। এসব মামলা দ্রুত নিষ্পত্তি করার জন্য আমরা সব সহায়তা তাদের দেব বলেছি।’

মামলা জট কমানোর উদ্যোগের বিষয়ে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, জনগণের মাইন্ডসেট পরিবর্তন করতে হবে। আমরা এডিআর (বিকল্প বিরোধ নিষ্পত্তি) করি, সেটা জনগণকে গ্রহণ করতে হবে। আমরা সারাদেশের আদালতে মামলা জট কমাতে আপোস-মীমাংসার মাধ্যমে মামলাগুলো নিষ্পত্তি করতে চাই। এ ব্যাপারে সুপ্রিম কোর্ট বিচারকদের অনুশাসন দিতে পারে।

জুডিশিয়াল ক্যু’র চেষ্টা করায় এস কে সিনহাকে বিচারের আওতায় আনা হবে কি না সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘ওয়েট অ্যান্ড সি।’

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
May 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!