দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য : ধর্ম প্রতিমন্ত্রী


নিউজ ডেস্ক প্রকাশের সময় :২৪ মার্চ, ২০১৯ ১:৩৪ : অপরাহ্ণ 578 Views

শিক্ষা প্রতিষ্ঠানে কোনো রকম দুর্নীতি সহ্য করা হবে না ঘোষণা দিয়ে আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, দুর্নীতিমুক্ত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। ছোটবেলা থেকেই শিশুরা যাতে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থাকতে পারে, সে ব্যাপারে শিক্ষকদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।

শনিবার (২৩ মার্চ) রাজধানীর বনানী মডেল স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি স্কুলটির পরিচালনা কমিটির সভাপতির দায়িত্বও পালন করছেন।

তিনি বলেন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য। সমাজের সকল স্তর থেকে দুর্নীতির মূল উৎপাটন করতে সরকারসহ আইন শৃঙ্খলাবাহিনী বদ্ধপরিকর।

শেখ মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতি বছর শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে ৩৩ কোটি বই বিতরণ করে বিশ্ব নজির স্থাপন করেছেন। বনানী মডেল স্কুলের শিক্ষার মান উন্নত করার তাগিদ দিয়ে তিনি এ স্কুলকে পর্যায় ক্রমে কলেজে উন্নীত করতে শিক্ষক ও শিক্ষার্থীদের সহযোগীতাও কামনা করেন।

স্কুলের প্রধান শিক্ষক কাজি মফিদুল ইসলামের সভাপতিত্বে অন্যান্য শিক্ষক অনুষ্ঠানে বক্তব্য রাখেন

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
May 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!