বান্দরবানে জেলা মাদ্রক দ্রব্য নিয়ন্ত্রক কার্যালয়ের আয়োজনে মাদক বিরোধী সমাবেশ অনুষ্টিত


বান্দরবান অফিস প্রকাশের সময় :১০ মার্চ, ২০১৯ ১১:০৮ : অপরাহ্ণ 684 Views

“মাদককে না বলুন” এই শ্লোগানকে সামনে রেখে বান্দরবানে বিভিন্ন স্কুল ও কলেজের ছাত্র-ছাত্রীদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাদক বিরোধী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে । জেলা মাদ্রক দ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের আয়োজনে রবিবার দুপুরে বান্দরবান অরণ সার্কি টাউন হল প্রাঙ্গঁনে সমাবেশের আয়োজন করা হয়। বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক মো: শফিউল আলম এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (অতিরিকমশ্ সচিব) সঞ্জয় কুমার চৌধুরী। মাদক বিরোধী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো: ইয়াছিন আরাফাত, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অদিপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মো: মুজিবুর রহমান পাটওয়ারী। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা মাদ্রক দ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ বাবুল সরকার, জেলা অফিসের জয় কুমার রক্কিব,বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা। এসময় বক্তারা বলেন, সমাজকে মাদকমুক্ত রাখতে সবাইকে কাজ করতে হবে। ভবিষৎ প্রজন্মকে মাদকাসত্তির দুষ্টচক্র থেকে রক্ষা করে সোনার বাংলা গড়ে তুলতে সকলের সহযোগিতা প্রয়োজন। মাদক সমাজ রাষ্ট্র দেশ তদুপুরি সকলের বিরাট ক্ষতি করে,তাই এর কুফল সর্ম্পকে সকলের সজাগ থাকা প্রয়োজন। এসময় বক্তারা মাদ্রকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে সবাই মিলে ঐক্যবদ্বভাবে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
May 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!