পর্যটকদের নিরাপত্তায় জেলা প্রশাসনের উদ্যোগ: স্বস্তিতে পর্যটক


নিউজ ডেস্ক প্রকাশের সময় :২৮ জানুয়ারি, ২০১৯ ৪:৫০ : অপরাহ্ণ 623 Views

বান্দরবান একটি পর্যটক বান্ধব শহর, তাই প্রতিবছর এই জেলা ভ্রমণের আসে হাজার হাজার পর্যটক। অর এসব পর্যটকদের সুনিরাপত্তা দিতে নিরলস ভাবে কাজ করছে বান্দরবান জেলা প্রশাসন।পর্যটকদের নিরাপত্তার স্বার্থে বান্দরবানের জেলা প্রশাসনের উদ্যোগকে পর্যটকরা স্বাগতম জানালে ও বান্দরবানের কিছু সংখ্যাক লোকজনের উস্কনিতে বান্দরবান মেঘলা এলাকায় বিরাজ করছে অশান্তি। তারা চেষ্টা করছে বান্দরবানের শান্তি ও সম্প্রীতির বিনষ্ট করতে। অন্যদিকে কিছু উস্কুনি দাতা আছে যারা চাই জেলা প্রশাসনের সাথে সম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে বান্দরবানের পাহাড়ী বাঙ্গালীর শান্তি বিনষ্ট করতে।সরেজমিনে পর্যবেক্ষকন করতে গেলে দেখা যায় যে বান্দরবানের মেঘলা এলাকার তঞ্চঙ্গ্যা পাড়ার জনসাধারণকে পুজি করে কিছু সংখ্যাক লোক বান্দরবান জেলা প্রশাসনের সাথে একটি সাম্প্রদায়িক দাঙ্গার রুপ দিকে চেষ্টা করছে।এই বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছক (তঞ্চঙ্গ্যা) বলেন , আমি আগে ঐ এলাকায় বসাবাস করতাম কিন্তু সেই খানে আগে গেইট না থাকার কারনে প্রতিদিন বিভিন্ন স্থান থেকে ভ্রমণে আসা পর্যটকরা না না প্রকার অপ্রীতিকর ঘটনার জন্ম দিত। আর এই ঘটনা থেকে নিরসণের জন্য এক সময় আমরাই জেলা প্রশাসেন কাছে আবেদন করে এই গেইটটি পেয়েছি। কিন্তু আমাদের এখানে কিছু সংখ্যক লোক আছে যারা নিজেদের স্বার্থেও জন্য ডিসি স্যারের উপর নানা প্রকার অপবাদ দিচ্ছে।প্রসঙ্গত বান্দরবানের জেলা প্রশাসনের জায়গা দখলের চেষ্টয় লিপ্ত হয়ে পড়েছেন মেঘলা এলাকার স্থানীয়রা। তারা কিছুদিন মানববন্ধন কিছু দিন বিভিন্ন পত্রিকায় টাকার বিনিময়ে প্রতিবেদন প্রকাশের মাধ্যমে বান্দরবানের শান্তি বিনষ্ট করার চেষ্টা করছে।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
May 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!