বীর বাহাদুর উশৈসিং এর ডাবল হ্যাট্রিক


বান্দরবান প্রতিনিধি প্রকাশের সময় :৩০ ডিসেম্বর, ২০১৮ ৯:৫৬ : অপরাহ্ণ 597 Views

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবানে ৩০০ নং আসন থেকে নৌকা প্রতীক নিয়ে ৮৪ হাজার ১৯৬ ভোট বেশি পেয়ে জয়লাভ করেছেন আওয়ামী লীগের প্রার্থী বীর বাহাদুর উশৈসিং।রোববার রাতে পাওয়া বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফল অনুযায়ী বীর বাহাদুর উশৈসিং পেয়েছেন ১ লাখ ৪২ হাজার ২২৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপির প্রার্থী সাচিং প্রু জেরী ধানের শীষ মার্কায় পেয়েছেন ৫৮ হাজার ০৪৭ ভোট।এর আগে সকাল আটটা থেকে এই আসনের ভোট কেন্দ্রগুলোতে ভোটগ্রহণ করা হয়। চলে বিকাল ৪টা পর্যন্ত। ভোটগ্রহণ শেষে গণণা কার্যক্রম শুরু করে নির্বাচন সংশ্লিষ্টরা।জেলায় নির্বাচনী নিরাপত্তায় ৩৫টি পুলিশের মোবাইল টিম, ৩৪ প্লাটুন বিজিবি, ২১১২ জন আনসার ১০০ র‌্যাব ও ২৫০০ সেনাবাহিনীর সদস্য নিরাপত্তায় নিয়োজিত ছিল। এছাড়া দুর্গম পাহাড়ি ভোট কেন্দ্রগুলোতে মোতায়েন করা হয়েছিল যৌথ বাহিনীর সদস্য, স্ট্রাইকিং ফোর্স আর নির্বাহী ম্যাজিষ্ট্রেট।জেলার দুর্গম অঞ্চলে গুরুত্বপূর্ণ তেরটি ভোট কেন্দ্রে নির্বাচন সরঞ্জাম সরবরাহ, নির্বাচন কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বহনের জন্য বিমান বাহিনীর দশটি হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে।বান্দরবানে এবার আওয়ামী লীগ থেকে বীর বাহাদুর উশৈসিং, বিএনপির সাচিং প্রু জেরী, ইসলামী আন্দোলনের শওকতুল ইসলাম ও ইসলামী ঐক্যজোটের প্রার্থী মোঃ বাবুল হোসেন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তবে ইসলামী ঐক্যজোটের প্রার্থী বাবুল হোসেন শনিবার রাতে আওয়ামী লীগ প্রার্থী বীর বাহাদুরকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
May 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!