এই মাত্র পাওয়া :

সন্ত্রাসীদের প্রতিহত করতে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবেঃ-(লেফটেন্যান্ট কর্নেল মো.মাহাবুবুর রহমান পিএসসি)


প্রকাশের সময় :৫ মে, ২০১৭ ১০:১৪ : অপরাহ্ণ 769 Views

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-পাহাড়ের জুম্ম জাতির শান্তির কথা বলে যারা অশান্তি সৃষ্টি করছে তারা কোনো ভাবেই আমাদের ভাই হতে পারে না।পাহাড়ের অধিবাসীরা আজ অপহরন,গুম,খুন,সন্ত্রাস,চাঁদাবাজির কারণে অতিষ্ঠ।এসব সন্ত্রাসীদের প্রতিহত করতে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।একই সাথে পাহাড়ে সেনাবাহিনী ও সেনা ক্যাম্প বাড়াতে হবে।বান্দরবানের লামায় শুক্রবার এক মুরুং সম্মেলনে বক্তারা এসব কথা বলেন।আলীকদম সেনা জোনের সহযোগীতায় লামার সরই ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম সেনা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো.মাহাবুবুর রহমান পিএসসি।এতে বিশেষ অতিথি ছিলেন,মেজর জিয়াউল হক,চম্পাতলী ক্যাম্প ইনচার্জ মেজর মো.রাশেদ,লামার সাবেক মুরুং কমান্ডার মাংরু মুৃরুং,৪ নং কোরকপাতা ইউপি চেয়ারম্যান ক্রাতপুং মুৃরুং,সরই ইউপি চেয়ারম্যান ফরিদুল আলম,আলীকদম মুরুং কমান্ডার মেনদন মুৃরুং,গজালিয়া ইউপি সদস্য মেথেরু মুৃরুং ও উইনয়ন পরিষদের সাবেক সদস্য মেনওয়াই মুৃরুংসহ আরো অনেকে।সম্মেলনে মুৃরুং নেতারা বলেন,আমাদের সন্তানদের লেখাপড়া বন্ধ করে দিয়ে জীবন-মানকে স্থবির করে তুলেছে যারা,তারা কখনও শান্তির জন্য লড়তে পারে না।চাঁদার জন্য স্কুল নির্মান,রাস্তা-ঘাট উন্নয়ন ও ব্যবসা-বাণিজ্য বন্ধ করেছে যারা তারা কথনও শান্তি চায় না। বরং অশান্তি সৃষ্টি করে আমাদের থেকে চাঁদা নিয়ে তারা কোটিপতি হচ্ছে।তাদের ছেলে-মেয়েরা দেশের সেরা স্কুল,কলেজ ও বিশ্ববিদ্যালয়ে লেখা পড়া করছে।আর উন্নয়ন কাজে বাঁধা দিয়ে আমাদের সন্তানদেরকে শিক্ষার আলো থেকে বঞ্চিত করছে।মুৃরুং নেতারা আরো বলেন,১৯৮৪ সালের মত আবারো ঐক্যবদ্ধ হয়ে এসব সন্ত্রাসীদেও প্রতিহত করা জরুরী হয়ে পড়েছে।না হলে সর্বস্ব হারাতে হবে আমাদের।প্রধান অতিথি লেফটেন্যান্ট কর্নেল মো.মাহাবুবুর রহমান বলেন,দেশের জন্য জাতিভেদ না করে সবাইকে মনে করতে হবে আমরা বাংলাদেশী,আমরা বাঙ্গালী।সবার অধিকার একই।কাউকে হিংসা না করে ভালবাসা দিয়ে জয় করে নিতে হবে। এজন্য শিক্ষার আলো সবার মাঝে ছড়িয়ে দিতে হবে।তিনি আরো বলেন,চাঁদার কারনে কোনো স্কুল নির্মান, অবকাঠামোগত উন্নয়ন যাতে বাঁধাগ্রস্ত না হয়,সে জন্য সবাইকে খেয়াল রাখতে হবে।এলাকার উন্নয়ন হলে আপনারাই ভোগ করবেন বলেন লেফটেন্যান্ট কর্নেল মো.মাহাবুবুর রহমান।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
November 2025
MTWTFSS
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
আলোচিত খবর