শিরোনাম: বৈরী আবহাওয়াঃ ভোটকেন্দ্রে ভোটারের স্বতঃস্ফূর্ত উপস্থিতি বান্দরবান সদর উপজেলা নির্বাচনঃ আলোচনায় চেয়ারম্যান প্রার্থীর ৭ কর্মপরিকল্পনা লামা উপজেলায় কালবৈশাখী ঝড়ে বিধ্বস্ত শতশত বসতবাড়ি জেলা প্রশাসকের হুঁশিয়ারিঃ উপজেলা নির্বাচনে কোনো অনিয়ম বরদাস্ত করা হবেনা উপজেলা পরিষদ নির্বাচনঃ প্রিজাইডিং,সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের দিনব্যাপী প্রশিক্ষণ সর্বজনীন পেনশন স্কিম সুষ্ঠ ও সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে জেলা বাস্তবায়ন কমিটির প্রস্তুতি সভা কুকি-চিনের দুই সশস্ত্র সদস্য গুলিবিদ্ধ হয়ে নিহত বান্দরবানে রহমতের বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায় করলেন ধর্মপ্রান মুসল্লিরা

৩০০ নং বান্দরবান আসনে কেন সাচিং প্রু জেরী?


প্রকাশের সময় :১৮ নভেম্বর, ২০১৮ ৭:৪২ : অপরাহ্ণ 784 Views

আশরাফুর রহমান, (মুক্তমত):-একাদশ সংসদ নির্বাচন ৩০ ডিসেম্বর।আজ থেকে শুরু হয়েছে বিএনপি’র মনোনয়ন প্রার্থীদের সাক্ষাতকার পর্ব।জাতীয়বাদী দল’র সকল নেতা-কর্মীদের ভাবনা কারা হচ্ছেন ৩০০ আসনের ধানের শীষের কান্ডারী।বান্দরবানের তৃনমুল ভাবনাও এর ব্যাতিক্রম নয়।

বান্দরবান বিএনপির মনোনয়নের জন্য ফরম সংগ্রহ করেছেন ১৩ জন।তবে তৃণমুলের ভাবনায় সবচেয়ে এগিয়ে সাচিং প্রু জেরী।কিন্তু কেন তিনি এগিয়ে? তাই খুঁজার চেষ্টা করেছি।

১, ১/১১ পরবর্তী দল’র সবচেয়ে দু:সময়ে যখন নেতৃত্ব দেওয়ার কেউ ছিলনা তখন তিনি’ই দলের হাল ধরেন এবং সে ধারাবাহীকতা আজো চলমান।

২,স্থানীয় সরকার নির্বাচন গুলোতে তাঁর চৌকস নেতৃত্ব সর্বোচ্ছ সংখ্যক প্রার্থী বিজয়ে গুরুত্তপূর্ণ ভূমিকা রেখেছে।

৩,দল’র দূর্দিনেও মামলা হামলার শিকার নেতা-কর্মীদের পাশে দাড়িয়েছেন,তাঁদের সাহস জুগিয়েছেন।সেই নেতা-কর্মীরাই আজ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছেন।

৪,নির্বাচনে জয়ী হতে হলে দলীয় কর্মী,সমর্থকদের পাশাপাশি সাধারণ জনতার ভোট ও সমর্থন অন্যতম গুরুত্তপূর্ণ।সেই ক্ষেত্রে তিনি এবং তাঁর পরিবার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান’র আমল থেকেই আমজনতার জন্য কাজ করার কারণে অন্যদের চেয়ে তিনি অনেকটা এগিয়ে।

৫,শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান’র আমলে সাচিং প্রু জেরীর বাবা ছিলেন খাদ্যমন্ত্রী।সেই ধারাবাহীকতায় তিনিও প্রথমে উপজেলা পরে নির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান ছিলেন।তাই দল এবং দল’র বাহিরে আলাদা ইমেজ তৈরী হয়েছে।

৬,দল থেকে নির্বাচিত ৪ উপজেলা চেয়ারম্যান, প্রায় সকল ভাইস চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান বৃন্দ,জেলা কমিটির ৯০ ভাগ নেতৃবৃন্দ এবং উপজেলা,পৌরসভা ও সকল সাংগঠনিক ইউনিট’র নেতৃবৃন্দ রয়েছেন সাচিং প্রু জেরীর নেতৃত্বে।তাছাড়া সাবেক বোমাং রাজার সন্তান হওয়ায় বান্দরবানে বিএনপি জয়ী হওয়ার পথে গুরুত্তপূর্ণ ভূমিকা রাখবে।

৭,সরকারের সকল চাপের মাঝেও দলীয় প্রোগ্রাম পালনে কখনো পিছুপা হননি।জনমানব শুন্য এলাকায় ফটো সেশন করে নিজের প্রচারনা চালানোর জন্য দলকে সাধারণ মানুষের কাছে ছোট করেননি,হাস্যকর ইস্যু করেননি বরং রাজপথে সবসময় সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন।

৮, এমন অসংখ্য কারণ আছে যা স্বল্প পরিসরে লিখে শেষ করা যাবেনা।আশা করি দল’র হাইকমান্ড, তৃণমুল’র মনের কথা বুঝবেন।ত্যাগী,নিরহংকার, নির্লোভী,কর্মী বান্ধব, পার্বত্য জেলা বান্দরবান বিএনপির অতন্দ্র প্রহরী জননেতা সাচিং প্রু জেরী মনোনয়ন দিবেন এবং আমরা তৃণমুল তাঁর যোগ্য নেতৃত্বে ৩০০ নং আসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে উপহার দিতে পারব ইনশাআল্লাহ।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
May 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!