এই মাত্র পাওয়া :

‘পুলিশ রাষ্ট্রের কর্মচারী,প্রতিপক্ষ ভাববেন না’


প্রকাশের সময় :১৪ নভেম্বর, ২০১৮ ১১:০৮ : অপরাহ্ণ 704 Views

নিউজ ডেস্কঃ-ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম বলেছেন, নির্বাচন সামনে রেখে ইস্যু তৈরি করার জন্য বিনা উসকানিতে নয়া পল্টনে সংঘর্ষে জড়িয়েছে বিএনপি কর্মীরা। এসময় তিনি বলেন পুলিশ রাষ্ট্রের কর্মচারী, পুলিশকে প্রতিপক্ষ ভাববেন না।

বুধবার ৩টার দিকে চলমান পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মনিরুল বলেন, শান্তিপূর্ণভাবেই গত দুদিন ধরে বিএনপি মনোনয়ন ফরম বিক্রি করে আসছে। আমরাও শান্তিপূর্ণ অবস্থান করছিলাম। কোন ইস্যু না থাকায় ইস্যু তৈরির করার জন্যই এ কাজ করেছে বিএনপি।

তিনি বলেন, কোনো উসকানি ছাড়াই হঠাৎ দায়িত্ব পালনরত পুলিশের উপর হামলা চালিয়ে আমাদের ১৩ জন পুলিশ সদস্যকে গুরুত্বর আহত করা হয়েছে। তারা এখন চিকিৎসাধীন।

মনিরুল আরও বলেন, দুজন রাজনৈতিক প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহের সময় হাজার হাজার নেতাকর্মী পার্টি অফিসের সামনে আসে। এ সময় রাস্তা বন্ধ হওয়ায় উত্তেজনার সৃষ্টি হয়।

তিনি বলেন, পুলিশ যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছে। আমরা সকলকে অনুরোধ করছি। সকলে আমাদের সহযোগিতা করুন। জনগণের জান মালের নিরাপত্তার জন্য যা করার দরকার আমরা তা করবো। সংঘর্ষের মধ্যে পুলিশের দুটি গাড়ি ও একটি ভ্যান বিএনপিকর্মীরা ভাংচুর করে গাড়িতে আগুন ধরিয়ে দেয়।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
November 2025
MTWTFSS
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
আলোচিত খবর