এই মাত্র পাওয়া :

শিরোনাম: আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি নিয়ে হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক বান্দরবানে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ বান্দরবান বাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন এর বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান বিএনকেএস এর উদ্যোগে টেকনাফের ক্যাম্প-২২ এ শিশু শিক্ষার্থীদের নিয়ে বর্ণিল আয়োজনে স্বাক্ষরতা দিবস উদযাপিত ঢাকায় পার্বত্য উপদেষ্টার সঙ্গে স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্রদূতদের সাক্ষাৎ বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে শুভ মধু পূর্ণিমা উদযাপিত বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ ক্ষুদে বিজ্ঞানীদের প্রকল্প প্রদর্শনী অনুষ্ঠিত ক্যালেন্ডার মেনে বিসিএস পরীক্ষা আয়োজনের নির্দেশ প্রধান উপদেষ্টার

ব্যক্তিগত আক্রমণ গণতন্ত্রের জন্য শুভ নয় : কাদের


প্রকাশের সময় :৭ নভেম্বর, ২০১৮ ১:৪২ : পূর্বাহ্ণ 678 Views

বান্দরবান অফিসঃ-আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সোহরাওয়ার্দীতে প্রধানমন্ত্রীর নামটিও উচ্চারণ করা হয়েছে অশালীনভাবে। কী কারণে যন্ত্রণা আমি এটা ভাল করে জানি। লেখালিখি তো লিখছেন, আবার আজকে এক হাত নিলেন। এগুলো কেউ ভালো চোখে দেখে না, ভালোভাবে নেয় না। তাদের আমি বলব, যৌক্তিকভাবে কথা বলতে। ব্যক্তিগত আক্রমণের পর্যায়ে গেলে এটা কিন্তু গণতন্ত্রের জন্য শুভ ফল বয়ে আনবে না।’

মঙ্গলবার রাতে বাম গণতান্ত্রিক জোটের সঙ্গে সংলাপ শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘তবে একটা বিষয় পরিষ্কার হয়ে গেছে, সোহরাওয়ার্দী উদ্যানে তাদের যে জনসভা, সেখানে যে রকম ‘ভালগারিজম অবসটিন্যাসি’ এটা আবার নতুন করে বাংলাদেশের পলিটিক্সে দেখলাম। দেখলাম যে মানুষের হতাশা যখন বেড়ে যায় তখন মানুষ বেপরোয়া হয়ে যায়। অনেকে নেতার বক্তব্যে এটাই মনে হয়েছে।’

তিনি বলেন, ‘যারা বড় বড় কথা বলেন যেমন হঠাৎ করে ভিন্ন ধর্মাবলম্বী যখন মুসলমান হয় তখন নামাজ কালাম বেশি পড়ে এবং গরুর মাংস একটু বেশি খায়। এরকম দু্ই একজনকে দেখলাম খুবই তাফালিং করছে। আমি পরিবহনের ডিল করি তো ওরা তাফালিং একটা শব্দ ব্যবহার করে। ওরা (সোহরাওয়ার্দী জনসভা) আবার ভদ্রমূর্তি ধারণ করে।’

‘এরকম নোংরা ভাষা কি দেশের মানুষ পছন্দ করে? আসুন আন্দোলন করুন, আপনাদের আন্দোলনের নামে রাস্তায় নাশকতা করবেন, সহিংসতা করবেন, আর আমরা ঘরে বসে ডুগডুগি বাজাবো এটা যেন মনে না হয়।’

আরেক প্রশ্নে জবাবে তিনি বলেন, ‘নির্বাচনকালীন কোনো সরকার নেই। যে সরকার আছে সেই সরকারই। আর টেকনোক্র্যাটদের তো বাদই দেওয়া হয়েছে।’

ঐক্যফ্রন্টের গুরুত্বপূর্ণ কিছু বিষয় বাকি আছে বলে বুধবার সংলাপে কী কোনো সমঝোতা হবে কিনা জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘তারা যে বলছেন বাকি আছে, কি বাকি আছে সেটা জানতে চাই কালকে।’

সংলাপে বাম গণতান্ত্রিক জোটের আটটি দলের ১৬ প্রতিনিধি অংশ নেন। আর আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
September 2025
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!