পার্বত্য এলাকা থেকে সেনাবাহিনী প্রত্যাহারের ষড়যন্ত্রের প্রতিবাদে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ এর মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত


প্রকাশের সময় :২৬ এপ্রিল, ২০১৭ ১:০৬ : পূর্বাহ্ণ 461 Views

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-মোটর সাইকেল চালক ছাদেকুল হত্যার বিচার ও পার্বত্য এলাকা থেকে সেনাবাহিনী প্রত্যাহারের ষড়যন্ত্রের প্রতিবাদে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ ঢাকা মহানগর কর্তৃক জাতীয় প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।ঢাকা মহানগর সভাপতি শাহাদাত ফারাজি সাকিবের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পার্বত্য নাগরিক পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আলকাস আল মামুন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ন্যাপ ভাসানী এর সভাপতি খন্দকার মোস্তাক হোসেন ভাসানী,পার্বত্য নাগরিক পরিষদের সাংগঠনিক সম্পাদক শেখ আহাম্মদ (রাজু)।প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,পার্বত্য এলাকাকে নিয়ে দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। তারই অংশ হিসাবে পার্বত্য এলাকায় প্রতিনিয়ত উপজাতি সশস্ত্র সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফ ও জেএসএস কর্তৃক গুম,খুন,চাদাবাজী অব্যাহত আছে।স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত ৪০ (চল্লিশ) হাজার সাধারণ বাঙালিকে হত্যা করেছে এই উপজাতী সন্ত্রাসী সংগঠনগুলো।আর এর নেতৃত্ব দিচ্ছেন সন্তু লারমা ও প্রসিত খীসা।এখন তারা নতুন করে আবার সেনাবাহিনীকে নিয়ে ষড়যন্ত্র শুরু করেছে।তাদের এই ষড়যন্ত্রকে প্রতিহত করার জন্য বাঙালি সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান প্রধান অতিথি।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
May 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!