এই মাত্র পাওয়া :

লামা ও নাইক্ষ্যংছড়ি উপজেলায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্থ ৩২ পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক প্রদান


প্রকাশের সময় :২৫ এপ্রিল, ২০১৭ ১১:৩৬ : অপরাহ্ণ 1687 Views

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-গত দুই বছরে লামা ও নাইক্ষ্যংছড়ি উপজেলায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্থ ৩২ পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক প্রদান করেছে বন বিভাগ।পৌরসভাস্থ গজালিয়া জীপষ্টেশনে আনুষ্ঠানিকভাবে এ চেক প্রদান উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং,এমপি।এ সময় বিভাগীয় বন কর্মকর্তা কামাল উদ্দিন আহমেদ,অতিরিক্ত জেলা প্রশাসক দিদারে আলম মোঃ মাকসুদ চৌধুরী,সহকারি পুলিশ সুপার আলী হোসেন,জেলা পরিষদ সদস্য লক্ষীপদ দাস,উপজেলা আওযামী লীগের সভাপতি মোহাম্মদ ইসমাইল,লামা পৌর মেয়র জহিরুল ইসলাম,জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আবু মুছা ফারুকী ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগন উপস্থিত ছিলেন।মঙ্গলবার সকালে লামা বিভাগীয় বন কর্মকর্তা কামাল উদ্দিন আহমেদ বলেন,২০১৫ ও ২০১৬ সালে লামা বন বিভাগের আওতাধীন লামা ও নাইক্ষ্যংছড়ি এ দুই উপজেলায় বন্যহাতির আক্রমণে নিহত,আহত ও ক্ষতিগ্রস্ত কৃষকসহ ৩২ জন ক্ষতিগ্রস্থ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।তম্মধ্যে প্রতিজন নিহতের পরিবারকে এক লাখ টাকা করে ৫ জনকে পাঁচ লাখ টাকা,আহত একজনকে ৫০ হাজার টাকা ও ফসলের ক্ষতি হয়েছে এমন ২৬ জন কৃষককে ১০ হাজার টাকা করে সর্বমোট ২ লাখ ৬০ হাজার টাকার চেক প্রদান করা হয়।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
November 2025
MTWTFSS
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
আলোচিত খবর