এরশাদের ভাগ্নি জামাই হলেন জিয়াউদ্দিন বাবলু


প্রকাশের সময় :২২ এপ্রিল, ২০১৭ ১২:০৫ : পূর্বাহ্ণ 776 Views

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-জাতীয় পার্টির চেয়ার‌ম্যান ও সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের ভাগ্নি জামাই হলেন দলটির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু।ষাটের কোটায় এসে বিশ্ববিদ্যালয় শিক্ষক মেহেজেবুন্নেসা রহমান এর সঙ্গে ঘর বাঁধলেন এই রাজনীতিবিদ।এরশাদের বোন জাতীয় পার্টির সংরক্ষিত মহিলা আসনের সাংসদ মেরিনা রহমানের মেয়ে টুম্পা একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক।শুক্রবার (২১ এপ্রিল) বেলা ১১টায় বারিধারায় এরশাদের বাড়ি প্রেসিডেন্ট পার্কেই তাদের বিয়ে হয় বলে জাতীয় পার্টি সূত্রে জানা যায়।সকাল সাড়ে ১০টায় বাবলু তার ঘনিষ্ঠজনদের নিয়ে প্রেসিডেন্ট পার্কে উপস্থিত হন।বেলা ১১ টায় তাদের বিয়ে পড়ানো হয়।কনের মা মেরিনা রহমানসহ দুই পরিবারের নিকট আত্মীয়রা উপস্থিত ছিলেন এ সময়।রাতেই খিলক্ষেতের হোটেল লো মেরিডিয়ানে হবে নবদম্পতির বিবাহোত্তর সংবর্ধনা হওয়ার কথা।বাবলুর বিয়েতে উকিল হয়েছেন এরশাদের ছোট ভাই ও জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের।দলের মহাসচিব রুহুল আমিন হাওলাদার ছিলেন কনেপক্ষের সাক্ষী;আর বরপক্ষের সাক্ষী হন পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ।বাবলু দশম জাতীয় সংসদে চট্টগ্রাম-৯ আসনের প্রতিনিধিত্ব করছেন।আর তার নতুন মামিশাশুড়ি রওশন এরশাদ জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা।বাবলুর প্রথম স্ত্রী ফরিদা সরকার ২০০৫ সালে ক্যান্সারে মারা যান।ফরিদাও একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনায় ছিলেন।ফরিদার মৃত্যুর পর থেকে তাদের একমাত্র সন্তান আশিক আহমেদকে নিয়েই ছিলেন বাবলু।আশিক পড়াশোনা শেষ করে ব্যবসা করছেন,বিয়েও করেছেন।সাউথ ইস্ট ইউনিভার্সিটিতে বিবিএর সহকারী অধ্যাপক মেহেজেবুন্নেসা রহমানেরও এটি দ্বিতীয় বিয়ে।প্রথম পক্ষে তার একটি ছেলে এবং একটি মেয়ে রয়েছে।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
May 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!