২২০ মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করেছে লামা উপজেলা প্রশাসন


প্রকাশের সময় :৮ জুলাই, ২০১৭ ১২:২৬ : পূর্বাহ্ণ 689 Views

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-বান্দরবানের লামা উপজেলায় মাধ্যমিক পর্যায়ের ১৯টি বিদ্যালয়ের ৭ম থেকে ১০ শ্রেণি পর্যন্ত ২২০জন মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করেছে প্রশাসন।নিজ বিদ্যালয়ের শ্রেণিতে শিক্ষার্থীদের মধ্যে কৃতিত্বের সঙ্গে অসাধারণ সাফল্য অর্জন করায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শুক্রবার দুপুরে পরিষদ সভাকক্ষে এ সম্মাননা প্রদান করা হয়।উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে সম্মাননা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার খিন ওয়ান নু,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শারাবান তহুরা,মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ মাহাবুবুর রহমান,লামা ইসলামিয়া ফাজিল মাদ্রসার অধ্যক্ষ মো.জাফর উল্লাহ,মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক,সহকারী শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।নিজেকে শিক্ষার্থীদের বন্ধু দাবি করে লামা উপজেলা নির্বাহী অফিসার খিন ওয়ান নু বলেন,দেশকে ভালবাসতে হলে আগে নিজের এলাকাকে জানতে হবে। প্রতিদিন ন্যূনতম একটি ভাল কাজ করার চেষ্টা করবে। তিনি আরো বলেন,জানতে হবে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস।মুক্তিযুদ্ধের চেতনায় শাণিত হয়ে আগামীর বাংলাদেশের দায়িত্ব নেবে তোমরা।এই সম্মাননা ও উপহার প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আমরা তোমাদের হাতে তুলে দিচ্ছি।শিক্ষাবান্ধব এই সরকার ২০২১ সালে মধ্যে দেশকে মধ্যম আয়ের ও ২০৪১ সালে উন্নত দেশে উন্নীত করতে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছেন।এছাড়া তিনি বিদ্যালয়ের শিক্ষকদের কোচিং পড়ানোর প্রবণতা থেকে সরে এসে বিদ্যালয়ে শতভাগ পড়া আদায়ে উপর গুরুত্ব প্রদান করেন।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
December 2025
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
আলোচিত খবর