

বান্দরবান বিশ্ববিদ্যালয়ে ২০২৬ সালের স্প্রিং সেমিস্টার উপলক্ষে একটি বিশেষ ভর্তি মেলা আয়োজন করা হয়েছে।শুক্রবার (৯ জানুয়ারি) বান্দরবান বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা নোবেল বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেন।এই ভর্তি মেলা আগামী ১২ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি ২০২৬ পর্যন্ত চলবে।ভর্তি মেলাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের জন্য থাকছে আকর্ষণীয় আর্থিক সুবিধা ও স্কলারশিপের সুযোগ।ভর্তি মেলার সময় ভর্তি ফি-এর উপর সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত ছাড় এবং মোট টিউশন ফি-এর উপর সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত ছাড় প্রদান করা হবে।এছাড়াও আমরা মেধাবী শিক্ষার্থীদের জন্য রেখেছি মেধাভিত্তিক স্কলারশিপ সুবিধা।এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীরা পাবেন ৫০ শতাংশ স্কলারশিপ এবং উভয় পরীক্ষায় জিপিএ ৪ প্রাপ্ত শিক্ষার্থীদের জন্য রয়েছে ৩৫ শতাংশ স্কলারশিপ।পাশাপাশি মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য রয়েছে বিশেষ সহায়তা ও অতিরিক্ত সুযোগ।প্রেস বিজ্ঞপ্তিতে সকলের সহযোগিতা কামনা করেছে বান্দরবান বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ।







