এই মাত্র পাওয়া :

বান্দরবান জেলার শ্রেষ্ঠ শিক্ষক লামার সাবিনা ও সুইচিং মার্মা


প্রকাশের সময় :২৮ আগস্ট, ২০১৭ ১২:৩৭ : পূর্বাহ্ণ 712 Views

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-বান্দরবান পার্বত্য জেলার ২০১৭ সালের প্রাথমিক পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত হয়েছেন লামার আজিজনগর ইউনিয়নের ‘চাম্বি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবিনা ইয়াসমিন ও শ্রেষ্ঠ শিক্ষক উপজেলার ফাইতং ইউনিয়নের হেডম্যান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুইচিং মার্মা।গত ২৪ আগস্ট বান্দরবান পার্বত্য জেলা পরিষদে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচন বিষয়ক এক মতবিনিময় সভা শেষে এই দুইজনের নাম ঘোষণা করা হয়। নির্বাচিত দুই শিক্ষককে আগামী ২৯শে আগষ্ট চট্টগ্রামে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ট শিক্ষক নির্বাচনে অংশগ্রহণ করতে জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে বলা হয়েছে।জানা গেছে,সাবিনা ইয়াসমিন গত ২০০৬ ও ২০০৯ সালেও জেলার শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত হয়েছিলেন। এছাড়াও গত ২০১২-২০১৫ সালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা দু-বার তাকে বিশেষ সম্মাননা প্রদান করেন।বিদ্যালয়টিও কয়েকবার জেলার শ্রেষ্ঠ বিদ্যালয় নির্বাচিত হয়।তিনি তার এ সম্মাননার জন্য বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান,জেলা ও প্রাথমিক শিক্ষা অফিসার,বিদ্যালয় পরিচালনা কমিটি,শিক্ষকমন্ডলী ও অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।বান্দরবান জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রিটন কুমার বড়ুয়া সত্যতা নিশ্চিত করে বলেন,২০১৭ সালে বান্দরবানে জেলা পর্যায়ে সাবিনা ইয়াসমিন শ্রেষ্ঠ শিক্ষিকা ও সুইচিং মার্মাকে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত করা হয়েছে।আগামী ২৯শে আগষ্ট তারা চট্টগ্রামে যাবে।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
November 2025
MTWTFSS
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
আলোচিত খবর