শিরোনাম: জাতির পিতার জন্মবার্ষিকীতে এতিম শিক্ষার্থীদের সম্মানে জেলা প্রশাসন আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল বান্দরবানে জেলা পুলিশ আয়োজিত কোরআন শিক্ষা কার্যক্রমের উদ্বোধন জাতির পিতার জন্মবার্ষিকীতে শাক্যমিত্র অরন্য বৌদ্ধবিহার অনাথালয়ে মানবিক সহায়তা প্রদান করলো বান্দরবান সেনা জোন সুয়ালকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ উপলক্ষ্যে গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন অনুপ্রবেশঃ বিজিবি স্কুলে আশ্রয় পেলো মিয়ানমারের ১৭৭ সীমান্তরক্ষীর মাহে রমজানে বান্দরবান সেনা জোনের উপহার পেলো দশ মাদ্রাসা ও এতিমখানা বান্দরবান সেনা রিজিয়নের উদ্যোগে মাহে রমজানের উপহার বিতরন রেংমিটচ্য ভাষা রক্ষায় দুর্গম ক্রাংসি পাড়ায় সেনাবাহিনী স্থাপন করলো ভাষা শিক্ষা কেন্দ্র

কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো টং অরং


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :৮ এপ্রিল, ২০২৩ ৯:০১ : পূর্বাহ্ণ 217 Views

বান্দরবানের টং অরং সমিতির উদ্যোগে চেমী ডলু পাড়ায় ১ম এডভোকেটশীপ পাওয়া,সরকারি মেডিকেল কলেজে চান্সপ্রাপ্ত শিক্ষার্থী ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। শুক্রবার সকালে (৭ এপ্রিল) সকালে বান্দরবান সদর উপজেলার চেমীডলু পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে টং অরং সমিতির সভাপতি কমংহ্লা মার্মার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি পাই হ্লা অং।এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুহালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংপ্রু মার্মা,চেমীডলু পাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিতোষময় বড়ুয়া,চেমীডলু পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোজ কান্তি বড়ুয়া,চেমীডলু পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির প্রাক্তন সভাপতি ক্যচিংঅং মার্মা।

এছাড়াও থোয়াইমং প্রু,উশৈথোয়াই মার্মাসহ অভিভাবক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, টং অরং সমিতি প্রতিষ্ঠার পর থেকে অত্র এলাকায় বিভিন্ন সামাজিক মুলক কাজকর্ম করে আসছে। এরই ধারাবাহিকতায় অত্র চেমীডলু পাড়ার কৃতি শিক্ষার্থীসহ বিশেষ কাজে অবদান রাখা ব্যক্তিদের সংবর্ধনার আয়োজন করেছে।যা অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ।তাদের পাশাপাশি সমাজের বৃত্তবান ব্যক্তিদের এ ধরনের সামাজিক কাজকর্মে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।পরে চেমীডলু পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক থোয়াইসাবু মার্মাকে অবসর জনিত বিদায় সংবর্ধনা,১ম এডভোকেটশীপ পাওয়া উচোঅং মার্মাকে সম্মাননা,সরকারি মেডিকেল কলেজে চান্সপ্রাপ্ত শিক্ষার্থী সিংএমং মারমা ও নুনুওয়াই মারমি পুতুলসহ বিভিন্ন সময় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সং

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
March 2024
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
26272829  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!