এই মাত্র পাওয়া :

এইচএসসি পরীক্ষাঃ কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :২ জুলাই, ২০২৪ ১:১১ : পূর্বাহ্ণ 312 Views

সারা দেশের মত পার্বত্য জেলা বান্দরবানেও শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা।রবিবার (৩০ জুন) সকালে শুরু হওয়া এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় বান্দরবান জেলায় মোট ৪ হাজার ৩শত ৫৫জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করছে।

জেলা প্রশাসনের তথ্যমতে,এবারে বান্দরবানের ৭টি উপজেলার ১১টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে আর সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে এই পরীক্ষা।প্রথমদিনে বাংলা প্রথমপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে আর পরীক্ষা শুরুর প্রথমদিনে শিক্ষার্থীদের পাশাপাশি প্রবল বৃষ্টির মধ্যেও কেন্দ্রগুলোর সামনে অভিভাবকদের উপচে পড়া ভীড় লক্ষ্য করা গেছে।

এদিকে এইচএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু সুন্দর ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত করার জন্য সার্বিক ব্যবস্থা নিয়েছে প্রশাসন।সকালে বান্দরবানের জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবীবা মীরাসহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা জেলা সদরের বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
November 2025
MTWTFSS
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
আলোচিত খবর