

বান্দরবানের আলীকদমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে গড়ে ওঠা তিনটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে পরিচালিত এই ভ্রাম্যমাণ আদালতে ৯ লাখ টাকা জরিমানা আদায়ের পাশাপাশি বিপুল পরিমাণ কাঠ জব্দ করা হয়েছে।অভিযানের প্রেক্ষাপট প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, আলীকদমের চারা বটতলী এলাকার এবিএম,দক্ষিণ পূর্ব পালং পাড়ার এফবিএম এবং আমতলী এলাকার ইউবিএম নামক তিনটি ইটভাটা হাইকোর্টের নির্দেশনা উপেক্ষা করে অবৈধভাবে পরিচালিত হচ্ছিল। এসব ভাটায় বনের কাঠ পোড়ানো এবং ইট তৈরির জন্য পাহাড় কাটার সুনির্দিষ্ট অভিযোগে উপজেলা প্রশাসন এই অভিযান পরিচালনা করে।জরিমানা ও কাঠ জব্দ ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মঞ্জুরুল আলম।তিনি জানান,পরিবেশ ধ্বংস ও লাইসেন্স ছাড়া ভাটা পরিচালনা করার দায়ে তিনটি ইটভাটার মালিককে ৩ লাখ টাকা করে মোট ৯ লাখ টাকা জরিমানা করা হয়েছে।এছাড়া ইট পোড়ানোর জন্য মজুদ রাখা প্রায় ৭ হাজার ঘনফুট কাঠ জব্দ করেছে প্রশাসন।স্থানীয়দের উদ্বেগ জরিমানা করা হলেও ভাটাগুলো পুরোপুরি গুঁড়িয়ে না দেওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন জানান, ইতিপূর্বেও জরিমানার পর পুনরায় এসব ইটভাটায় কাজ শুরু হয়েছে। যথাযথ আইনি ব্যবস্থার মাধ্যমে ভাটাগুলো স্থায়ীভাবে বন্ধের দাবি জানিয়েছেন পরিবেশবাদীরা।প্রশাসনের বক্তব্য আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্জুরুল আলম অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন,অবৈধ ইটভাটার বিরুদ্ধে আমাদের অবস্থান অত্যন্ত কঠোর। পাহাড়ি পরিবেশ ও বন রক্ষায় এ ধরনের তদারকিমূলক অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।







