সাম্যের রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাইঃ অ্যাডভোকেট মো.আবুল কালাম


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :৯ ডিসেম্বর, ২০২৫ ১২:০২ : পূর্বাহ্ণ 28 Views

বান্দরবানের আলীকদমে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বান্দরবান-৩০০ নং আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মোঃ আবুল কালামের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।‎উপজেলা জামায়াতের আয়োজনে গত শনিবার (৬ ডিসেম্বর) আলীকদম বাজার,বাগান পাড়া,নয়াপাড়া,চিনারী বাজার ও রেপারপাড়ি বাজারে এসব পথসভা অনুষ্ঠিত হয়।এর আগে দুপুরে উপজেলার নায়পাড়া ইউনিয়নের রূপমুহুরী রিসোর্টে জামায়াতের মহিলা সমাবেশেও তিনি বক্তব্য রাখেন।আলীকদম বাজারে অনুষ্ঠিত পথসভায় জামায়াতের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোটেক মো.আবুল কালাম তাঁর বক্তব্যে আগামী নির্বাচনের মাধ্যমে একটি ইসলামী সাম্যের রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।‎‎তিনি বলেন, জামায়াত রাষ্ট্র ক্ষমতায় যাবে কিনা,সে ব্যাপারে কিছু মানুষের মাঝে দ্বিধা-দ্বন্দ আছে।তবে আমেরিকার একটি জরিপ সংস্থা লাখ লাখ মানুষের মতামত নিয়ে যে জরিপ প্রকাশ করেছে, তাতে দেখা যায় জামায়াত ২৯% জনমত নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে।যে দল ইতোমধ্যে রাষ্ট্রক্ষমতা দখল করে ফেলেছে বলে স্বপ্ন দেখে, তাদের অবস্থান ৩৩%।জামায়াতের সঙ্গে জনপ্রিয় সমমনা ৮টি ইসলামী দল জোটবদ্ধ হয়েছে।তাদের মিলিত ভোটের পার্সেন্ট ৪০% ভাগে উন্নীত হবে।এই পরিসংখ্যানে বুঝা যায়,জামায়াতের জোট রাষ্ট্র ক্ষমতায় যাবে।তিনি ঘুষ,দুর্নীতি,সন্ত্রাস,চাঁদাবাজির বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।অ্যাডভোকেট মো.আবুল কালাম আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “কেউ যদি ভোট কেন্দ্র দখল করতে চায়,সন্ত্রাস করতে চায়,ভয় দেখাতে চায়, জনগণ তা প্রতিরোধ করবে।” ‎নিজের সততার বিষয়ে তিনি চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন, “আমি অ্যাডভোকেট আবুল কালাম ৪০ বছর ধরে ওকালতি করি।আমার বিরুদ্ধে আপনারা খোঁজ খবর নিয়ে দেখেন,যদি আমার বিরুদ্ধে কোনো অভিযোগ থেকে থাকে প্রমাণ দিতে পারেন,তবে আমি ইলেকশন করবো না।” তিনি ভোটারদের যাচাই করে সৎ,যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করা আহ্বান জানান।‎‎আলীকদম উপজেলা জামায়াতের সভাপতি মাওলানা মাশুক এলাহীর সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় অন্যান্যদের মাঝে বক্তব্য দেন জেলা জামায়াত আমির মাওলানা আব্দুচ ছালাম আজাদ,অধ্যাপক মো.ফারুক,মাওলানা আব্দুল হক ও মাওলানা আবুজর গেফারী প্রমূখ।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
December 2025
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
আলোচিত খবর