আলীকদমে ১শত ২০ অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন সেনাবাহিনী


এস,এম,জুয়েল (আলীকদম) প্রকাশের সময় :২০ এপ্রিল, ২০২০ ৫:২৫ : অপরাহ্ণ 720 Views

বান্দরবানের আলীকদম উপজেলার বি‌ভিন্ন এলাকার দু:স্থ ও অসহায় প‌রিবা‌রের মা‌ঝে ত্রাণসামগ্রী বিতরণ করে‌ছে আলীকদম সেনা জোন, তেইশ বীর।সোমবার (২০এ‌প্রিল) সকাল ১১টায় আলীকদম মিষ্টি বাড়ি ক্যান্টিনে, করোনা ভাইরাস (কোভিড-১৯) এর প্রাদূর্ভাবে লকডাউনে থাকা ১শ ২০ অসহায় ও দু:স্থ পরিবারের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ সামগ্রী বিতরণ কা‌লে জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল সাইফ শামীম পিএসসি, লেফটেন্যান্ট সাদমান, মেজর মোস্তাক আহামেদ সহ একদল সেনাসদস্য উপস্থিত ছিলেন।

জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল সাইফ শামীম পিএসসি জানান, এই ত্রাণ বিতরণে উপজেলা সদরের বিভিন্ন সংগঠন দরিদ্র পরিবারসমূহ চিহ্নিত করার ক্ষেত্রে সেনাসদস্যদের সহায়তা করেন। ইতিপূর্বে বান্দরবানের পার্বত্য অঞ্চলে বেসামরিক প্রশাসনের সাথে সমন্বয় পূর্বক বিভিন্ন দূর্গম এলাকাসমূহে বাংলাদেশ সেনাবাহিনী হেলিকপ্টার যোগে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করেছে। দূর্গম এলাকার অসহায় ও দু:স্থ পরিবারের সদস্যদের মাঝে সচ্ছলতা ফিরি‌য়ে আনতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক ভবিষ্যতেও এ ধরনের কার্যত্রুম পরিচালনা করার পরিকল্পনা রয়েছে ব‌লে জানান এ কর্মকর্তা। ‌তি‌নি ব‌লেন, ত্রাণ বিতরণ কার্যত্রুমের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য অঞ্চলে বিভিন্ন সচেতনতামূলক কার্যত্রুম অব্যাহত রেখেছে। পাহাড়ের জনগণের জানমাল রক্ষা ও যে কোন দূর্যোগ মোকাবেলায় বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং সেই ধারাবাহিকতা বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিটি সদস্য সদা তৎপর রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
May 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!