এই মাত্র পাওয়া :

আলীকদমে শিশু অপহরণকারী,গ্রেফতার:২


সামুয়েল ত্রিপুরা,(প্রতিনিধি আলীকদম),বান্দরবান প্রকাশের সময় :৭ আগস্ট, ২০১৯ ৬:০১ : অপরাহ্ণ 824 Views

বান্দরবান জেলার আলীকদম উপজেলায় শিশু অপহরণকারী ২জন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।পুলিশ জানায়,গত ৪ঠা আগষ্ট দুপুর ১ঘটিকার সময়ের উপজেলার দানুসর্দার পাড়ার আব্দুল আলীমের ১২বছরের ছেলে জাহিদকে অত্যন্ত সু-কৌশলে চকরিয়া নিয়ে যায় অপহরণ চক্রের সক্রিয় সদস্য মোঃ আলম।পরে জাহিদকে মালুমঘাট নিয়ে তার শুশুর রহিমের জিম্মায় রাখে। পরে সেখান থেকে অপহরণকারী চক্রের সদস্য রহিম ও রিদুয়ান মিলে শিশু জাহিদকে দোহাজারী হয়ে পটিয়া হাইগাঁও গ্রামের কামালের বাড়িতে রাখে।এরপর কামাল অপহৃত জাহিদের বড় ভাই পারভেজকে মুঠোফোনে মুক্তিপণ হিসেবে ১লক্ষ ২০হাজার টাকা দাবী করে।এদিকে ঘটনার পর গত রবিবার ৬আগষ্ট জাহিদের মা রুবি আক্তার বাদী হয়ে ৪জন আসামির নামে একটি মামলার রুজু করেন।মামলা রুজুর পর পুলিশ অপহৃত জাহিদকে উদ্ধারের অভিযানে নামেন।একপর্যায়ে অপহরণকারী চক্রের অবস্থান সন্ধান পায় পুলিশ। পরে পটিয়া পুলিশের সহযোগীয় সাব ইন্সপেক্টর মতিউর রহমান ও এস আই সুকান্ত সিকদারসহ যৌথ অভিযানে সোমবার গভীর রাতে পটিয়া হাইগাঁও গ্রামে কামালের বাড়ি থেকে অপহৃত শিশু জাহিদকে উদ্ধার করতে সক্ষম হয়।এসময় অপহরণকারী মোঃ আলম এবং কামালকে গ্রেফতার করেন আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব মোঃ রফিক উল্লাহ।পরে সাংবাদিকদের শিশু জাহিদকে অক্ষত অবস্থায় উদ্ধার এবং অপহরণকারীদের গ্রেফতার বিষয়টি তিনি নিশ্চিত করেন।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
November 2025
MTWTFSS
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
আলোচিত খবর